চকরিয়া উপজেলার নির্বাচিত নারী সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনা’য় অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার ১৮ ইউনিয়নের সংরক্ষিত আসনের নির্বাচিত নারী সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান। স্বাগত বক্তব্যে কর্মশালার উদ্দেশ্য শেয়ার করেন সনাক জেন্ডার উপ-কমিটির আহবায়ক জারিয়াতুল মোস্তফা। দিনব্যাপী কর্মশালা পরিচালনা করেন টিআইবি’র প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপক নাদিরা সুলতানা এবং এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিন। প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদে নারী সদস্যদের ভূমিকা অনেক। কিš‘ ইউনিয়ন পরিষদের আইন ও কার্যক্রম সম্পর্কে না জানার কারণে তারা পরিষদের পুরুষ সদস্যদের সমান সুবিধা ভোগ করতে পারেনা। ইউনিয়ন পরিষদের আইনে নারী সদস্যদের যেসকল সুযোগ-সুবিধার কথা উল্লেখ করা হয়েছে তার সিংহভাগই সদস্যরা জানেনা, তাই তারা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়। এজন্য সকলকে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানতে হবে এবং যেকোন অসংগতির বিরুদ্ধে যুক্তিসংগতভাবে প্রতিবাদ করতে হবে। তিনি ইউনিয়ন পরিষদের স্ব”ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে নারী সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।
কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন ইউনিয়নের সংরক্ষিত আসনের নির্বাচিত নারী সদস্যদের প্রথমে টিআইবি ও সনাকের কার্যক্রম সম্পর্কে অবগত করা হয়। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ পরিচালনা পদ্ধতি এবং নির্বাচিত সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, বিভিন্ন সভা আয়োজন, ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটি সমূহ, ওয়ার্ড সভা ও বাজেট প্রণয়ন, ইউনিয়ন পরিষদে নারী সদস্যদের ভূমিকা প্রভৃতি বিষয় সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়। এছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচির বন্টন ব্যবস্থাপনা, নারী সদস্য হিসেবে দায়িত্ব পালনে সম্ভাব্য চ্যালেঞ্জ সমূহ, ইউনিয়ন পরিষদের স্ব”ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে নির্বাচিত নারী সদস্যদের ভূমিকা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় অংশগ্রহনকারী বিভিন্ন ইউনিয়নের নারী সদস্যরা কাজ করতে গিয়ে তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং বিভিন্ন ইস্যুতে তাদের মতামত প্রদান করেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাক সভাপতি অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী। তিনি নারী সদস্যদের উদ্দেশ্যে বলেন, নিজেদের অধিকার আদায়ে নারী সদস্যদের অনেক বেশী সচেতন হতে হবে এবং দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানতে হবে।
আলোচনায় বিভিন্ন ইউনিয়ন হতে আগত নারী প্রতিনিধিবৃন্দ সেবা প্রদান, সেবা গ্রহন ও বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। প্রাপ্ত সীমাবদ্ধতা সমূহ নিয়ে আগামী দিনে উপজেলার সকল চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হবে এবং এসব সীমাবদ্ধতা দূরীকরণে চেয়ারম্যানদের সহযোগিতা কামনা করা হবে। উল্লেখ্য, কর্মশালায় উপজেলার ১৮ ইউনিয়নের ৫৪ জন নারী সদস্যদের মধ্যে ৪৭ জন অংশগ্রহণ করেন। এর আগে সকালে ইউপি’র নারী সদস্যরা আন্তর্জাতিক নারী দিবসের মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।