৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১ | ৪ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

চকরিয়ায় এএসপি হিসেবে কাজী মতিউল ইসলামের যোগদান

aw1hz2utndk3mjutmtq4mda4mdcymc5qcgc
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে নতুন সৃষ্ট পুলিশের সার্কেল অফিসে প্রথম দায়িত্ব পেলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম। একই সঙ্গে দ্বীপ উপজেলা মহেশখালী-কুতুবদিয়া নিয়ে নতুন সৃষ্ট আরেকটি সার্কেল অফিসেরও অতিরিক্ত দায়িত্ব পেলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সার্কেল বিন্যাসপূর্বক নতুন সৃষ্ট দপ্তরের প্রয়োজনীয় কাগজ পৌঁছে সংশ্লিষ্ট অফিসে।

পুলিশ সূত্র জানায়, কক্সবাজার জেলায় ইতিপূর্বে কক্সবাজার সদর ও উখিয়া সার্কেল নামে দুটি সার্কেল অফিস ছিল। গতকাল চকরিয়া ও মহেশখালী সার্কেল হিসেবে দুটি নতুন অফিস চালু হয়। পুরনো দুটি সার্কেল অফিসের দায়িত্ব পালন করবেন পৃথক দু’জন অতিরিক্ত পুলিশ সুপার। নব সৃষ্ট সার্কেল অফিস দুটিতে দায়িত্ব পালন করবেন পৃথক দু’জন এএসপি।

সদর সার্কেলে দায়িত্ব পালন করা এএসপি কাজী মোহাম্মদ মতিউল ইসলামকে চকরিয়া সার্কেলে পোস্টিং দেওয়ার পাশাপাশি নতুন এএসপি না আসা পর্যন্ত মহেশখালী সার্কেলেরও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন তিনি। এর সঙ্গে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার সুবিধার্থে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের অন্যতম এলাকা মাতারবাড়িতে একজন এডিশনাল এসপি’র নেতৃত্বে পূর্নাঙ্গ এবং পর্যাপ্ত পুলিশ ফোর্সসহ ফাঁড়ি স্থাপনের প্রস্তাবনা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে।

এএসপি কাজী মোহাম্মদ মতিউল ইসলাম বলেন, কক্সবাজার সদর থেকে আমি গতকাল চকরিয়া সার্কেলে যোগদান করেছি। চকরিয়া-পেকুয়া নিয়ে এই সার্কেল অফিসের পাশাপাশি আমাকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে মহেশখালী-কুতুবদিয়া নিয়ে সৃষ্ট সার্কেল অফিসেরও।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।