২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়ায় গুলিছুড়ে সরকারি বাজার দখল, ভ্রাম্যমান আদালতের অভিযানে দখলমুক্ত

 


চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের চৌয়ারফাঁড়িস্থ সরকারি মাছ বাজারের জায়গা জবরদখল করতে দুর্বৃত্তরা প্রকাশ্যে শতাধিক রাউন্ড গুলি ছুড়েছে। এ সময় হামলকারী দুর্বৃত্তরা বাজারের জায়গায় একটি টিন সেট ঘর তৈরী করে নিয়েছে। গুলির শব্দে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট ফেলে পালিয়ে যায়। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ঘটেছে। ব্যবসায়ীরা জানান, বাজারের জায়গা জবর দখল করে ঘরটি নির্মাণ করার পর অংশ নেয়া দুর্বুত্তরা সেখানে ছাগল জবাই করে ভুড়িভোজ করেছে।
অপরদিকে সরকারি বাজারের জায়গা দখলের ঘটনাটি জানতে পেরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের নির্দেশে গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.দিদারুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নির্মিত টিনের ঘরটি ভেঙ্গে উচ্ছেদ করে দেন।
বাজারের ব্যবসায়ী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিমের ছত্রছায়ায় মঙ্গলবার রাতে ৫০-৬০জনের একটি দৃর্বৃত্তদল চৌয়ারফাঁড়ি বাজারের মসজিদের সামনের একটি জায়গা জবর দখল করতে যায়। এসময় দুর্বৃত্তরা বাজারের ব্যবসায়ী ও আশপাশ এলাকার লোকজনকে ভীতি দেখাতে ব্যাপক গোলাগুলি শুরু করে। প্রায় শতাধিক রাউন্ড গুলি ছুঁড়ে দুর্বৃত্তরা মসজিদের সামনের জায়গাটি দখলে নিয়ে সেখানে ৪০ হাত লম্বা একটি টিন সেটের কাচা ঘর নির্মাণ করে নেয়। ঘটনার সময় প্রাণে ভয়ে বাজারের লোকজন ও ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।
স্থানীয় চোয়ারফাড়ি এলাকার ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হাকিমের ছত্রছায়ায় দুর্বুত্তরা পরিকল্পিতভাবে বাজারটি দখল করে নিতে যায়। এ কারণে খবর দেয়ার পরও পুলিশ ঘটনাস্থলে যায়নি। তাঁরা বাজারে অবৈধ ভাবে মাছ পরিমাপের জন্য ২০টি পাল্লা বসিয়ে প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে, ৬টি বরফ দোকান থেকে ৮০ হাজার টাকা করে আদায় করে নিয়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বাজারের জায়গা দখল চেষ্ঠা সাময়িক বন্ধ থাকলেও সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম ৮ ফেব্রুয়ারী ভোর রাতে সেখানে স্থাপনা নির্মাণ করে নিয়েছে। এ ব্যাপারে চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান গোলাগুলি ও বাজারের জায়গা জবর দখলের কথা স্বীকার করে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনী ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।
সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম ঘর নির্মাণের কথা সাংবাদিকদের কাছে স্বীকার করে ওই জায়গাটি তার নিজের বলে দাবী করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।