২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়ায় জেলা পরিষদের অর্থায়নে ১২ উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন

চকরিয়ায় বিভিন্ন ইউনিয়নে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করছেন প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর প্রথমবারের মতো গতকাল ২৫ অক্টোবর নির্বাচনী এলাকা চকরিয়ায় প্রায় ৫০ লাখ টাকা ব্যায়সাপেক্ষে অন্তত ১২টি উন্নয়ন প্রকল্পের কাজের সুচনা করেছেন জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা। জেলা পরিষদের সকল সদস্য এবং জেলা পরিষদের প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু আনুষ্ঠানিকভাবে উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করেছেন।

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু বলেন, জেলা পরিষদের উন্নয়ন কমিটির সিদ্বান্তের আলোকে প্রায় ৫০ লাখ টাকা ব্যায়সাপেক্ষে গতকাল চকরিয়া উপজেলার নির্বাচনী এলাকায় অন্তত ১২টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। প্রকল্পের মধ্যে আছে মসজিদের বাউন্ডারী ওয়াল নির্মাণ, গেইট নির্মাণ, পুকুর ভরাট প্রকল্প, গ্রামীন জনপদের রাস্তা মেরামত ও নির্মাণ এবং বেহাল অবস্থায় থাকা বাজার সেট নির্মাণ। তিনি বলেন, প্রকল্পের আওতাধীন এলাকা হচ্ছে চকরিয়া পৌর এলাকা, চিরিংগা ইউনিয়ন, ফাঁসিয়াখালী, ডুলহাজারা, খুটাখালী, বমুবিলছড়ি, কাকারা, সুরাজপুর-মানিকপুর, লক্ষ্যারচর ইউনিয়ন অন্যতম।

উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান-৩ ও নারী সদস্য জাতীয় পাটির জেলা কমিটির যুগ্ম সম্পাদক আসমাউল হুসনা, জেলা পরিষদের নারী সদস্য ও চকরিয়া পৌরসভা মহিলা জাতীয় পাটির সভানেত্রী রেহেনা খানম রাহু, জেলা পরিষদের সদস্য ও বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সোলতান আহমদ, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, খুটাখালী ইউপি চেয়ারম্যান আবদুর রহমান, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ডাক্তার মীর আহমদ হেলালী, খুটাখালী আওয়ামীলীগ নেতা বাহাদুর হক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আজাদ, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, চকরিয়া পৌরসভা মহিলা জাতীয় পাটির নেত্রী সজরুন নাহার বুলু, ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের মেম্বার মহিউদ্দিন, মেম্বার মাহামুদুল হক প্রমুখ নেতৃবৃন্দ।

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু বলেন, আগামীতে পর্যায়ক্রমে চকরিয়া উপজেলার নির্বাচনী এলাকার সকল ইউনিয়নে সমানহারে জেলা পরিষদের অর্থায়নে উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে। যাতে আগামী দিনে উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর চকরিয়া সকলকে উপহার দিতে পারি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।