আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনা ডাকাত নুরুল আমিন (৩৫) নিহত হয়েছে। উভয় পক্ষের মধ্যে অন্তত ২০-২৫ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।বুধবার ভোররাত ৪টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনাস্থ দুর্গম বালুচিড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনার ৫নং ওয়ার্ডের মৃত জহির আহমদের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে চিরিংগা ইউনিয়নের ৭নং ওয়ার্ড়ের মেম্বার মীর কাশেম কে (৩৮) এবং আরো ২ জনকে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা ও চরণদ্বীপের মৎস্য ঘেরে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে দুই ডাকাত দল। এরই জের ধরে আজ ভোররাতে তাদের মধ্যে গোলাগুলি হয়। এসময় উভয় পক্ষের মধ্যে অন্তত ২০-২৫ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার উপ-পরিদর্শক এসআই আবদুল খালেক বিবার্তাকে জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওসির নির্দেশে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ডাকাত নুরুল আমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।