৮ জানুয়ারি, ২০২৫ | ২৪ পৌষ, ১৪৩১ | ৭ রজব, ১৪৪৬


চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় মহেশখালীর শাপলাপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন।

ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো এজাহার দায়ের করা হয়নি জানিয়ে জসীম উদ্দিন বলেন, তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আটককৃতরা হলেন বদরখালীর মো. আবছার উদ্দিনের ছেলে সজীব, বশির আহমদের ছেলে ছোটন, জিয়াবুলের ছেলে তাজুল। তারা সকলে বদরখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভুইয়া।

অভিযুক্তদের আটকে পুলিশকে সহায়তাকারী স্থানীয় যুবদল নেতা বুলবুল আহমদ জানান, আজ সকালে গোপন সূত্রে তিনি খবর পান ওই তিনজন শাপলাপুরের একটি মৎস্য ঘেরে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকেই তাদের আটক করা হয়।

রোববার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীর সংযোগস্থল বদরখালী ব্রীজ সংলগ্ন প্যারাবনে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তিনি চট্টগ্রামের বাঁশখালী থেকে মহেশখালীর নিজ বাড়িতে ফিরছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।