২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়ায় দিনদুপুরে দৃর্বৃত্তরা দুটি দোকান ভাংচুর, মালামাল লুট, ৫লাখ টাকার ক্ষতি

 


চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে জায়গা দখলে হামলা চালিয়ে দিনদুপুরে দৃর্বৃত্তরা দুটি দোকান ভেঙ্গে দিয়েছে। এসময় ব্যাপক লুটপাট চালিয়ে দৃর্বৃত্তরা প্রায় ৫লাখ টাকার ক্ষতিসাধন করেছে। ১২ ফেব্রুয়ারী সকাল দশটার দিকে ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের শহরআলী বাজার এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা। এ ঘটনায় দোকান মালিক আবদুল খালেক ফকিরের জামাতা লামা ফাসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী এলাকার আবদু ছবুরের ছেলে জাকের উল্লাহ বাদি হয়ে সোমবার চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে আসামি করা হয়েছে কোনাখালী শহরআলী পাড়া গ্রামের মৃত আবদুল নবীর ছেলে জসিম উদ্দিন বাদশা, মোজাফ্ফর আহমদের ছেলে ছৈয়দ নুর, ছরওয়ার, নাজেমউদ্দিনসহ ৪জনকে।
চকরিয়া থানায় দায়ের করা এজাহারে বাদি জাকের উল্লাহ জানান, তার শাশুড় আবদুল খালেক ফকিরের জায়গা দখলের জন্য অভিযুক্ত আসামিরা দীর্ঘদিন ধরে নানাভাবে পায়ঁতারা চালিয়ে আসছে। এরই জের ধরে ১২ ফেব্রুয়ারী সকালে অভিযুক্ত দলবদ্ধ হয়ে লাটি-সোঠা ও দা-চুরি নিয়ে স্টেশনে এসে আবদুল খালেক ফকিরের দুটি দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয়। এসময় হামলাকারী দুর্বৃত্তরা দোকান থেকে মালামাল লুট করে নিয়ে যায়। এতে দোকান মালিকের প্রায় ৫লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে মামলার এজাহারে দাবি করা হয়। এব্যাপারে দোকান মালিক আবদুল খালেক ফকির ও তার পরিবার পুলিশ প্রশাসনের কাছে আসামিদের গ্রেফতার এবং লুন্ডিত মালামাল উদ্ধারে সহযোগিতা কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।