২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

চকরিয়ায় দুই হাজার মোরগীসহ পোল্ট্রি ফার্ম পুড়ে ছাই, ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি

 

চকরিয়ায় রাতের আঁধারে দুই হাজার মোরগীসহ একটি পোল্ট্রি ফার্ম পুড়ে ছাই হয়ে গেছে। এতে ফার্ম মালিকের প্রায় ৫লাখ টাকার আর্থিক ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। বুধবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আম্মারডেরা এলাকায় ঘটেছে এ অগ্নিকান্ডের ঘটনা।
ক্ষতিগ্রস্থ পোল্ট্রি ফার্ম মালিক স্থানীয় হাজি অসিউর রহমানের ছেলে হাফেজ ছমিউদ্দিন জানান, চট্টগ্রামস্থ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষন নিয়ে বাড়ির পাশে একটি পোল্ট্রি ফার্ম গড়ে তুলে তিনি ৮বছর ধরে ব্যবসা করে আসছেন। ইতোমধ্যে তিনি ব্যবসায় মুটোমুটি লাভের মুখ দেখতে শুরু করছিলেন। প্রতিদিনের মতো বুধবার রাতে ফার্মের মোরগীর খাবার দিয়ে বাড়িতে ঘুমিয়ে পড়েন। কিন্তু রাত আনুমানিক দুইটার দিকে প্রতিবেশি লোকজনের চিৎকারে ঘুম ভেঙ্গে দেখতে পান আগুনে তাঁর পোল্টি ফার্মটি পুড়ে যাচ্ছে। ওইসময় এলাকার লোকজন চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি।
মালিক ছমিউদ্দিন জানান, আগুনে দুই হাজার মোরগীসহ তার পোল্ট্রি ফার্মটি সম্পুন্নভাবে পুড়ে গেছে। এতে তাঁর প্রায় ৫লাখ টাকার আর্থিক ক্ষতিসাধন হয়েছে। আগুন লাগার ঘটনাটি তিনি প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে করলেও তার সন্দেহ হচ্ছে কেউ ব্যবসায় ইষার্ণিত হয়ে রাতের আঁধারে ফার্মে আগুন লাগিয়ে দিয়েছে। তিনি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও পাশাপাশি সরকারের কাছ থেকে সহযোগিতা কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।