চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নিজের ভিটায় নতুন বসতঘর নির্মাণে বাঁধা দেয়ার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা পিটিয়ে সর্বশরীর থেঁতলে দিয়েছে গৃহকর্তা মো.ফোরকানকে (৫৭)। বুধবার সকালে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পহঁরচাদাস্থ বিবিরখিল গ্রামে ঘটেছে এ হামলার ঘটনা। আহত গৃহকর্তাকে গুরুতর অবস্থায় বর্তমানে চকরিয়া ইউনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বসতঘর নির্মাণে বাঁধা ও হামলার ঘটনায় গৃহকর্তা বিবিরখিল গ্রামের হাফেজ আবদুল মজিদের ছেলে মো.ফোরকান বাদি হয়ে একইদিন চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে আসামি করা হয়েছে একই এলাকার আবুল কালামের ছেলে এমরান, গোলাম চোবাহানের ছেলে আবদু শুক্কুর, আবদুল কাদেরের ছেলে সরওয়ার, ইমরানের স্ত্রী হুসনে আরা মিনু ও মাওলানা আবুল কালামের স্ত্রী হাসনে আরা বেগমসহ অজ্ঞাতনামা আরো পাঁচজনকে।
মামলার আর্জিতে বাদি আহত গৃহকর্তা মো.ফোরকান দাবি করেন, বরইতলী ইউনিয়নের পহরচাঁদা মৌজার ৭৯৯নং বিএস খতিয়ানের ৪৮৭১ দাগের জিরো আট দশমিক ৬৬শতক জায়গা তিনি পৈত্রিক ও বিধবা বোন সিরাজুল মমতাজের হেবামুলে মালিক হন। ওই জায়গাটি তাঁর পুরানো বসতভিটা। ওই জায়গায় কয়েকমাস আগে তিনি পুরানো বাড়িটি ভেঙ্গে নতুন একটি বাড়ি তৈরী করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেন। ঘটনাটি আঁচ করতে পেরে অভিযুক্তরা প্রথমে তাতে বাঁধা দেয়। এ অবস্থায় নিরুপায় হয়ে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আহত গৃহকর্তা ফোরকান অভিযোগ করেছেন, থানায় অভিযোগটি দেয়ার পর নোটিশ পেয়ে অভিযুক্তরা তেলে-বেগুনে জ¦লে উঠে। এরই জের ধরে সর্বশেষ বুধবার সকালে নিতুন বসতঘর নির্মাণের কাজ করতে গেলে অভিযুক্তরা দলবল নিয়ে উপস্থিত হয়ে হামলা করে। এসময় বাঁধা দিতে গেলে তাকে পিটিয়ে ও মারধর করে সর্বশরীর থেতঁলে দেয় অভিযুক্তরা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।