২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপির সমাবেশ উপলক্ষে

চকরিয়ায় নেতাকর্মী-জনগনকে উজ্জেবিত করতে গণসংযোগে জাফর আলম

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির আগমনে চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে গণসংযোগ করছেন উপজেলা চেয়ারম্যান জাফর আলম।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): আগামী ৪ নভেম্বর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কক্সবাজার আগমন এবং তাঁর সমাবেশ সফল করতে তৃনমুলে আওয়ামীলীগের নেতাকর্মীদের উজ্জেবিত করতেই গনসংযোগে নামলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

চকরিয়া-পেকুয়া জনপদের গণমানুষের নেতা জাফর আলম গনসংযোগের শুরুতে গতকাল ১ নভেম্বর চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের বুড়িপুকুর, চরণদ্বীপ ও সওদাগরঘোনা এলাকার প্রতিটি এলাকায় গনসংযোগ করেছেন। এসময় তিনি এলাকার জনগনের সাথে সাক্ষাত করে কথা বলেন। ওইসময় তাঁর সাথে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনতা গনসংযোগে অংশ নেন।

চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেন, আগামী ৪ নভেম্বর কক্সবাজার আসছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। তাঁর আগমনে চকরিয়া উপজেলার প্রতিটি জনপদে দলের নেতাকর্মীদের পাশাপাশি জনগনকে উজ্জেবিত করতে মুলত গনসংযোগ শুরু করা হয়েছে। আশাকরি ৪ নভেম্বর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের প্রতিটি পয়েন্টে অবস্থান করে চকরিয়া উপজেলার সর্বস্তরের জনতা জননেতা ওবায়দুল কাদের এমপিকে স্বাগত জানাবে।

উপজেলা চেয়ারম্যান বলেন, আগামী কয়েকদিনের মধ্যে উপজেলার অপরাপর এলাকায় গনসংযোগ করা হবে। আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা জননেতা ওবায়দুল কাদেরকে স্বাগত জানাতে এখন থেকে প্রস্ততি নিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।