এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় দিনমজুর শ্রমিকসহ ২জন আহত হয়। গতকাল রোববার বিকালে ইউনিয়নের লালব্রীজ এলাকায় সংর্ঘষের এ ঘটনা ঘটেছে। আহতদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আক্রান্তদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর হারবাং পূর্ব বিন্দাবনখিল লালব্রীজ এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে মো.ওসমান গণি ও একই এলাকার মৃত আলতফ মিয়ার ছেলে বুলবুলের মধ্যে তুচ্ছ ঘটনার বিষয় নিয়ে গতকাল বিকালে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বুলবুল ও তার ছেলে শাকিলের নেতৃত্বে সহযোগিরা দা, রড়, হাতুড়িসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে দিনমজুর ওসমান গণির (৩৫)ওপর। এসময় বাধা দিতে গেলে ওসমানের ছোট ভাই মো.হাসানকে (২৫) পিঠিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত হয়। ঘটনার পরপর আহত দুইভাইকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।
আহত পরিবারের সদস্যরা জানান, ইউনিয়নের বৃন্দাবনখিল এলাকার বুলবুলের ছেলে শাকিল আহত দিনমজুর ওসমানের আখক্ষেতে শ্রমিক হিসেবে কাজ করতে আসে রোববার সকালে। দুপুরের দিকে শাকিলের সাথে সামান্য বিষয় নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে শাকিল তার পিতা ও অপরাপর ভাইসহ পরিকল্পিত ভাবে হামলা চালায়। এতে ওসমান ও তার ভাই হাসানকে কুপিয়ে আহত করেন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) মো.মিজানুর রহমান বলেন, এ ধরণের সংর্ঘষের ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে চকরিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড এলাকায় একদল দুর্বৃত্ত বাড়ীতে হামলা করে শিশুসহ দুইজনকে পিটিয়ে জখম করে মালামাল লুট করে নিয়ে গেছে। আহতদেরকে সরকারি হাসপালে ভর্তি করা হয়েছে। পরে অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগে জানা গেছে, পৌরসভার ৭ নং ওয়ার্ড ইমাম উদ্দিন পাড়া এলাকার মৃত আব্দুল কাদেরের পুত্র আলহাজ্ব নুরুল আমিনের বাড়ীতে গত ১অক্টোবর রাত ৮ টার দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে মালামাল ভাংচুর করে শিশু ওয়াহিদলু ইসলাম (৪) ও বৃদ্ধ আলহাজ্ব নুরুল আমিন (৬০) এবং তাঁর স্ত্রীকে পিটিয়ে জখমের পর মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার পর আহতদেরকে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ঘটনাস্থল পরির্দশন করেছেন থানার এস আই মাহাবুল আলম।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।