২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চকরিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে অপসারণ দাবিতে মানববন্ধন

চকরিয়ায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এলাকাবাসীর মানববন্ধন।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে এবার লাগামহীন দুর্নীতি, বিদ্যালয়ের মাঠ ভরাটের নামে টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসি। আর এসব অভিযোগ তুলে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই শিক্ষকের অপসারণের দাবিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের অভিভাবক, দাতা সদস্য ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আলহাজ্ব মমতাজ আহমদ, ছুরত আলম, আনজু মিয়া, জাফর আলম, ওসমান গণি, নাজমুল ইসলাম, সরোয়ার আলম, শওকত আরা, লায়লা বেগম, ফাতেমা বেগম, আবুবকর ড্রাইভার, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে হাসনাত মোহাম্মদ ইউসুফ, মো. ইব্রাহিম, সাইদুল করিম শিমুল, খাইরুল বশর সোহেল, শাহনেওয়াজ করিম, আবদুল মতিন, আরাফাতুর রহমান, সাদেক হোসেন, মুজিবুল হক, নাজমুল রোমেন, সুমন, জাহেদ, ছোটন, আদর, রিফাত, নোমান, হান্নান, শাইখ, জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণির মানুষ।
মানববন্ধনে অংশ নেয়া প্রাক্তন শিক্ষার্থী হাসনাত মোহাম্মদ ইউসুফ বলেন, কোন ধরণের ঘটনার সাথে জড়িত না হলেও কতিপয় মহলের ইন্ধনে প্রধান শিক্ষক আমাদের নামে মামলা করেছে। আমার সাথে আমার ভাই ইব্রাহিমকেও আসামি করা হয়েছে। আমাদের অপরাধ প্রধান শিক্ষকের নানা নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করি। তিনি বলেন, এলাকাবাসি, অভিভাবক মহল ও দাতা সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীরা ঘটনাটি জেনে স্ব-উদ্যোগে মানববন্ধনে শামিল হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।