২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

চকরিয়ায় প্রাইভেট কারসহ দুই ইয়াবা পাচারকারী গ্রেপ্তার, ইয়াবা বড়ি উদ্ধার

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে পুলিশের অভিযানে প্রাইভেট কার গাড়িসহ দুই ইয়বা পাচারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুই হাজার পিস্ ইয়াবা বডি। গতকাল শুক্রবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া ঢালা নামক স্থানে অভিযান চালিয়ে হাইওয়ে পুলিশের আইসি মো.রুহুল আমিন তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ইছাপুর এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৫৪) ও চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ইনামপুর সন্দ্বীপপাড়া এলাকার মৃত মোহাম্মদ হানিফের ছেলে আবদুল কাদের আফেন্দি (২৪)। তাঁরা বর্তমানে চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানার সরাইপাড়াস্থ উত্তর গ্রীণভিউ এলাকায় বসবাস করছেন বলে জানিয়েছেন চকরিয়া থানার ডিউটি অফিসার এএসআই আবদুল গফুর।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশের আইসি (ইনর্চাজ) এসআই মো.রুহুল আমিন বলেন, কক্সবাজার থেকে একটি প্রাইভেট কার গাড়িতে করে চট্টগ্রাম শহরে ইয়াবা পাচার হচ্ছে খবর পেয়ে গতকাল সকালে মহাসড়কে তল্লাসি অভিযান জোরদার করা হয়। ওইসময় সকাল সাড়ে সাতটার দিকে তল্লাসির এক পর্যায়ে ওই কার গাড়িটি আটক করে প্রথমে গ্রেফতারকৃত দুইজনের দেহ তল্লাসি করা হয়। পরে তাঁেদর স্বীকারোক্তি মতে গাড়ির ভেতর থেকে ১৯শত ৮০ পিস্ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তিনি বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে চকরিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গাড়িটি চকরিয়া থানায় পাঠানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, প্রাইভেট কারসহ ইয়াবা উদ্ধারের ঘটনায় মালুমঘাট হাইওয়ে পুলিশের আইসি রুহুল আমিন বাদি হয়ে থানায় মাদক আইনে একটি মামলা রুজু করেছেন। গাড়িটি আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।