চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন চকরিয়া উপজেলার বরইতলী বনবিটের বনভূমিতে অবৈধভাবে নির্মাণ করা ১৫টি বসতঘর উ”েছদ করা হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত এ উ”েছদ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের চকরিয়া উপজেলার হারবাং ও বরইতলী বনবিটের বনপ্রহরী ও ভিলেজাররা এ অভিযানে অংশ নেন। সোমবার বিভাগীয় বনকর্মকর্তার নির্দেশনায় এ অভিযান শুরু হয়। অভিযানে অবৈধভাবে নির্মাণ করা ১৫টি বসতঘর উ”েছদ করা হয়।
হারবাং ও বরইতলীর বিট কর্মকর্তা মোস্তাফিজুল হক বলেন, অবৈধ বসতি উ”েছদের পর বেহাত হওয়া অন্তত ১০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, অবৈধ বসতি উ”েছদের অভিযান অব্যাহত থাকবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।