২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

চকরিয়ায় বসতভিটার বিরোধের জেরে গভীররাতে সিএনজি গাড়িতে আগুন

চকরিয়ায় গভীর রাতে পরিবারের সকলে ঘুমে আছন্ন থাকাবস্থায় বাড়ির উঠানে রাখা একটি সিএনজি অটোরিক্সা গাড়ি আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। দুই পরিবারের বসতভিটার বিরোধের জেরে অপরপক্ষের লোকজন রাতের আঁধারে আক্রোশের বশে এ ঘটনাটি সংগঠিত করেছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার। শুক্রবার দিবাগত রাতে চকরিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা সিকদারপাড়া গ্রামে ঘটেছে এ অগ্নিকান্ডের ঘটনা। এ ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন গাড়িটির মালিক স্থানীয় রমজান আলীর ছেলে শফিউল আলম।
আক্রান্ত পরিবারের গৃহকর্তা আবদুল মান্নান জানান, তাঁর দাদী চেমন খাতুন জীবিত থাকাকালে ১৯৭৫ সালে দানপত্র মূলে ২০ শতক জমি দান করেন। ওই জমিতে তিনি একটি বাড়ি নির্মান করে পরিবার নিয়ে শান্তিপুর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু সম্প্রতি সময়ে স্থানীয় মনিরুল ইসলাম গংয়ের লোকজন তাঁর বসতভিটার জায়গাটি তাদের দাবি করে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে থানা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কয়েকবার শালিশী বৈঠকও হয়েছে।
গৃহকর্তা আবদুল মান্নান দাবি করেন, সালিশী বৈঠকে বিচারকরা তাকে বাড়ি নির্মানের জন্য নির্দেশ দিলে তিনি ওই জমিতে ফের নির্মাণ কাজ শুরু করেন। কাজের সুবিধার্থে ও নির্মানাধীণ বাড়িটির পাহারাদার হিসাবে কাজ করতে স্থানীয় রমজান আলীর ছেলে সিএনজি চালক শফিউল আলমকে তিনি নিয়োগ করেন।
আবদুল মান্নানের অভিযোগ, শুক্রবার রাতে নির্মাণাধীণ বাড়ির উঠানে সিএনজি গাড়ীটি রেখে চালক সফিউল আলম ঘুিময়ে পড়লে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধভাবে প্রবেশ করে সিএনজি গাড়ীতে আগুন লাগিয়ে দেয়। এতে মুহুর্তে গাড়িটি পুড়ে উপরের অংশ ছাই হয়ে যায়। গাড়িটি পুড়ে যাওয়ায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন সিএনজি চালক সফিউল আলম।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মো.কামরুল আজম বলেন, বাড়িভিটার বিরোধে সিএনজি গাড়িতে আগুন দেয়ার ঘটনায় থানায় কোন ধরণের অভিযোগ দেয়া হয়নি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।