২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়ায় বসতভিটা বিরোধ জেরে হামলাঃ ধারালো অস্ত্রে তিন ভাইকে কুপিয়ে জখম

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় বসতভিটার বিরোধের জের ধরে এক বসতঘরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে। এসময় একই পরিবারের তিনভাইকে প্রকাশ্যে ধারালো অস্ত্রে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের মধ্যে জসিম উদ্দিন (৩৬) নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত দুইভাই মুহাম্মদ রফিক উদ্দিন (৪৫) ও রহিম উদ্দিনকে (২৭) চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল শাহসুজাপুর গ্রামে ঘটেছে এ হামলার ঘটনা। আহত তিনভাই ডুলাহাজারা ইউনিয়নের রংমহল শাহসুজাপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

হামলার শিকার রফিক উদ্দিন জানান, আমার ক্রয়কৃত বসতভিটার জায়গা দখল করতে দীর্ঘদিন ধরে স্থানীয় মৃত লালু মিয়া ছেলে আবদুল আজিজ প্রকাশ বাপ্পীসহ তার সহযোগিরা নানাভাবে অপচেষ্ঠা চালিয়ে আসছে। সর্বশেষ গতকাল বুধবার সকালে অভিযুক্ত আবদুল আজিজসহ ৮-১০জন ভাড়াটে লোক অতর্কিত হানা দিয়ে আমার বসতভিটা জায়গা দখল করে সেখানে বাড়ি নির্মাণ কাজ শুরু করে।

আহত রফিক উদ্দিন জানান, স্থানীয় লোকজন ঘটনাটি জানালে তিনিসহ অপর ভাইয়েরা ঘটনাস্থলে পৌঁেছ আদালতের মামলার বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত জায়গায় কোনো ধরনের স্থাপনা না করতে অভিযুক্ত আবদুল আজিজকে বারণ করেন। এতে উল্টো ক্ষিপ্ত হয়ে উঠেন অভিযুক্ত আজিজ ও তাঁর লোকজন। এসময় কথা কাটাকাটির পর্যায়ে হামলাকারীরা তিনভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বসতভিটার বিরোধের জেরে সংঘর্ষের ঘটনাটি থানায় কেউ অবহিত করেনি। তবে ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।