২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চকরিয়ায় বালি বোঝাই ডাম্পার চাপায় বৃদ্ধার মৃত্যু

accident

চকরিয়ায় বালু বোঝাই ডাম্পার ট্টাকের চাপায় কাঞ্চন বালা দে (৫৬) নামের এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল হিন্দুপাড়া এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা। নিহত কাঞ্চন বালা ওই এলাকার হরিমহন দে’র স্ত্রী। ঘটনার পর এলাকাবাসি গাড়িটি আটক করলেও স্থানীয় একটি প্রভাবশালী মহল পরে বালু ব্যবসায়ী ও গাড়ি মালিকের সাথে ৭৫ হাজার টাকায় দফারফা করে নিহতের পরিবারের সাথে সমঝোতা করেছে বলে অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সদস্যরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাঞ্চন বালা দে বাড়ির পাশে বগাইছড়ি খালে গোসল করতে যায়। গোসল শেষে বাড়ি ফেরার পথে বালু বোঝাই একটি ডাম্পার ট্টাক তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার।

এলাকাবাসি জানায়, ডুলাহাজারা ইউনিয়নের স্টেশন এলাকার নজরুল ইসলাম নামের একব্যক্তি ডাম্পার ট্টাকের মালিক। গাড়িটি চালাতেন তার ছোট ভাই। ঘটনার পর স্থানীয় জনগন গাড়িটি আটক করলেও এলাকার প্রভাবশালী মহল গাড়ি মালিক ও বালু ব্যবসায়ীদের সাথে ৭৫হাজার টাকায় দফারফা করে নিহতের সাথে ঘটনাটি মিমাংসা করে দিয়েছেন।

ঘটনার খবর পেয়ে দুপুরে চকরিয়া থানার এস আই প্রেমানন্দ মন্ডল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

জানতে চাইলে এসআই প্রেমানন্দ মন্ডল বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এব্যাপারে কোন অভিযোগ না থাকায় লাশটি বিনা ময়না তদন্তে সৎকাজ করার জন্য হস্তানান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।