২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

চকরিয়ায় বিচার চাইতে গিয়ে আবারও হামলার শিকার, স্বামী-স্ত্রীসহ আহত-৩

 


চকরিয়া পৌরসভার তরছপাড়া গ্রামে খেতের ফসল নষ্ট করার বিচার চাইতে গিয়ে আবারও হামলার শিকার হয়েছে একটি পরিবার। ওইসময় হামলাকারী দুর্বৃত্তরা কাঠের বাট ও লোহার রড দিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে গৃহকর্তার। তাকে উদ্ধারে এগিয়ে আসলে বেদম প্রহার করা হয় স্ত্রী ও মেয়েকে। এ ঘটনায় আক্রান্ত পরিবারের গৃহকর্তা চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের তরছপাড়া গ্রামের মৃত ফয়েজ উল্লাহ’র ছেলে জাফর আলম (৬০) বাদি হয়ে গত ৫ ফেব্রুয়ারী চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ০৫। এতে আসামি করা হয়েছে একই গ্রামের মোহাম্মদ কালুর ছেলে সদ্য বিদেশ ফেরত নাজেম উদ্দিন, তাঁর ভাই রফিক উদ্দিন, গোলাম চোবাহানের ছেলে জাহাংগীর আলম, কালুর ছেলে কুতুব উদ্দিন, শাহআলম ও নেজামউদ্দিনসহ ৬জনকে।
মামলা নেয়ার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ওসি মো.জহিরুল ইসলাম খাঁন বলেন, হামলার ঘটনাটি প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। তাই আসামিদের বিরুদ্ধে বাদির দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রের্কড করা হয়েছে। তিনি বলেন, থানার এসআই মহিরউদ্দিন খাঁন উজ্জলকে মামলাটি তদন্তের জন্য এবং আসামিদের গ্রেফতারে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার আর্জিতে বাদি জাফর আলম জানান, কয়েকদিন আগে বাড়ির পাশে তার খেতের ফসল নষ্ট করে আসামি পক্ষের ছেলেরা। এ ঘটনায় স্থানীয়ভাবে বিচার দেয়া হলে গত ৩ ফেব্রুয়ারী বৈঠকের দিন ধায্য করা হয়। ওইদিন রাত আটটার দিকে ঘটনাস্থল সাহাব উদ্দিন সওদাগরের দোকানের সামনে গেলে অভিযুক্ত আসামিরা ফের হামলা করে তাঁর (বাদির) পরিবারের উপর। এসময় প্রথমে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে হাত ভেঙ্গে দেয় আসামিরা। পরে তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে স্ত্রী বুলবুল জন্নাত (৫৫) ও মেয়ে জন্নাতুল মাওয়া (১৮) রাস্তায় ফেলে বেদড়ক পিটিয়ে আহত করে আসামিরা। ঘটনার সময় বাদির পকেট থেকে নগদ সাড়ে ২৮ হাজার টাকা ও একটি মোবাইল এবং মেয়ে জন্নাতুল মাওয়ার পরনে থাকা একটি স্বর্ণের চেইন আসামিরা লুটে নেয় বলে মামলার এজাহারে বাদি উল্লেখ্য করেন। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে অভিযুক্ত আসামিদের মধ্যে প্রবাসী নাজেম উদ্দিন, তাঁর ভাই রফিক উদ্দিন ফের বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদি জাফর আলম। এব্যাপারে তিনি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।