২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ভাসমান দোকান উচ্ছেদ, ৬০হাজার টাকা জরিমানা

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার বদরখালী বাজারে অভিযানে নেমেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বাজার থেকে প্রায় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে। এসময় ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে আদালত ৬টি দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে।
জানা গেছে, উপজেলা পরিষদের মাসিক সভার সিদ্বান্তের প্রেক্ষিতে গতকাল বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান উপজেলার বদরখালী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন বদরখালী পুলিশ ফাঁড়ির আইসি অরুন কান্তি চাকমা উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারি পরিদর্শক জয়নাল আবদীন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, আদালতের পেশকার রতন কান্তি দাশ, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ভূমি কর্মকর্তা হেলাল উদ্দিন, বাজার কমিটির সাধারণ সম্পাদক মনজুর আলম ।
আদালতের পেশকার রতন কান্তি দাশ বলেন, অভিযানে আদালত বাজারের অবৈধ দোকানদার নুরুল কাদের মালিকানাধীন মুদির দোকান ছোটন ব্রাদার্সকে ১০ হাজার টাকা, আহমদ হোসেনের মালিকানাধীন মুদির দোকান তানিয়া ষ্টোরকে ৫হাজার টাকা, হামিদুর রহমানের মালিকানাধীন মদিনা ষ্ট্রীল মার্টকে ১০হাজার টাকা, রবিউল আলমের মালিকানাধীন কুমিল্লা শাহ সুন্দর খাবার হোটেলকে ১৫হাজার টাকা, মুহাম্মদ আলী মালিকানাধীন মা-মনি খাবার হোটেলকে ১০হাজার টাকা ও গাছ ব্যবসায়ী মুহাম্মদ আবদুল্লাহকে ১০হাজার টাকা জরিমানা করেন। তিনি বলেন, অভিযানের সময় আদালত বাজারে বসানো অন্তত শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেন।
আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান বলেন, বাজারে যাতে আগামীতে এ ধরণের ভাসমান দোকান বসতে না পারে সেইজন্য মাইকিং করতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে আগামী তিন দিনের মধ্যে বাজার থেকে ভাসমান দোকান সরিয়ে নেয়ার জন্য বলা হয়েছে। তিনি বলেন, উপজেলার প্রতিটি বাজারে সুষ্টু পরিবেশ ফিরিয়ে আনতে এবং জনজনদুর্ভোগ কমাতে আদালত ধারাবাহিক ভাবে অভিযান অব্যাহত রাখবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।