২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়ায় মাকে অপহরণের অভিযোগে ভাইদের নামে আদালতে বোনের মামলা


চকরিয়ায় বয়োবৃদ্ধা মাকে অপহরণের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করেছেন উপজেলার বরইতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উপরপাড়া গ্রামের মৃত ছৈয়দ নুরের মেয়ে কুলছুমা বেগম (৪০)। মামলায় বিবাদী করা হয়েছে ভাই আবুল কালাম, জহির উদ্দিন, আবু ইউসুফ, নুরুল আমিনসহ ৫জনকে।
মামলার আর্জিতে উপজেলার বরইতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উপরপাড়া গ্রামের মৃত ছৈয়দ নুরের মেয়ে বাদী কুলছুমা বেগম দাবী করেন, তার বৃদ্ধা অসুস্থ মা ছখিনা বেগমকে (৯০) গতবছরের ১৭ডিসেম্বর সকালে বাড়ি থেকে কৌশলে অপহরণ করে নিয়ে গিয়ে অজ্ঞাত স্থানে জিম্মি করে রেখেছে অভিযুক্ত ভাইয়েরা।
মামলার আর্জিতে বাদি আশঙ্কা করছেন, তার মাকে অসুস্থ অবস্থায় আটক রাখা স্থান থেকে সুকৌশলে উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসে নিয়ে গিয়ে ভাইয়েরা পারিবারিক জমি-জমা এককভাবে তাদের নামে রেজিষ্ট্রি করে নেবে। এতে বোনদেরকে পৈত্রিক সম্পদ থেকে বঞ্চিত করবে।
বাদি কুলছুমা বেগম দাবি করেন, প্রথমে বেড়াতে নেয়া হয়েছে মনে করলেও দীর্ঘদিন ধরে মায়ের কোন ধরণের খোজ মিলছেনা। পরিবার সদস্য ও নিকট আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোজাখুজির পর চলতিবছরের ৮ ফেব্রুয়ারী আদালতে এ মামলাটি করেন তিনি। আদালতের বিচারক তার অভিযোগটি আমলে নিয়ে গত ৬মার্চ মামলার শুনানী করেন। শুনানী শেষে আদালত আগামী ১৭ এপ্রিল’র মধ্যে চকরিয়া থানার ওসিকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।