২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়ায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সৈনিকলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 


সারাদেশে সন্ত্রাস, মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে চকরিয়া শহরে উপজেলা ও পৌরসভা শাখা বঙ্গবন্ধু সৈনিকলীগের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু সৈনিকলীগ কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ও মাতামুহুরী উপজেলা সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সদস্যসচিব খলিল উল্লাহ চৌধুরী’র নেতৃত্বে চকরিয়া সড়ক ডাক বাংলো থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি চকরিয়া পৌরশহরের প্রধান সড়ক প্রদিক্ষন করে থানা রাস্তার মাথাস্থ এশিয়ান হাসপাতালের সামনে সমাবেশে মিলিত হয়।
চকরিয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম এমইউপির সঞ্চালনায় অনুষ্টিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু সৈনিকলীগ কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ও মাতামুহুরী উপজেলা সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সদস্যসচিব খলিল উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, পৌরসভা ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু।
অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নেন পৌর যুবলীগের সহ-সভাপতি জমির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, পৌর ছাত্রলীগ সাবেক সভাপতি কামরুল ইসলাম রোমন, সাবেক সম্পাদক সাদ্দাম হোসেন রুবেল, সাবেক যুগ্ম আহবায়ক বুলেট ফারুক, মাতামুহুরী সৈনিকলীগ সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা, পৌর সৈনিকলীগ নেতা বাপ্পী, শাহ্ আলম, মাতামুহুরী ছাত্রলীগেরর সাবেক সিঃ যুগ্ন আহবায়ক তানবিন ইসলাম সায়মুন, মাতামুহুরী ছাত্রলীগেরর সিনিয়র সদস্য নিয়ামত হোসেন, মাতামুহুরী তাঁতীলীগ নেতা সোহেল সরওয়ার ফরিদ, পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক বুলেট ফারুক, সাদ্দাম হোসেন রুবেল, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা সন্ত্রাস নাশকতা ও জঙ্গীবাদ প্রতিরোধ কমিটির সদস্য যথাক্রমে এসএম ইউসুফ রাজা, সদস্য মুহাম্মদ ওমর ফারুক, মোস্তফা কামাল, কুতুব উদ্দিন বাবুল, আবু মোর্শেদ,গিয়াস উদ্দিন, মো: আবু শামা, যুব প্রতিনিধি আনোয়ার পারভেজ, সদস্য জসিম উদ্দিন, যুবনেতা ভুট্টো সিকদার, বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতা শাহেদ হোসেন, যুবনেতা সোহেল সরওয়ার ফরিদ ও রুবেল সিকদার, মাতামুহুরী উপজেলা সৈনিকলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা, পূর্ববড়ভেওলা ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক দিদারুল ইসলাম, উপজেলা সৈনিকলীগ নেতা মো: বাদশা,পূর্ববড়ভেওলা ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবদীন, পূর্ববড়ভেওলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আবছার, পূর্ববড়ভেওলা সৈনিকলীগ নেতা শহীদুল ইসলাম, জসিম উদ্দিন,যুবনেতা মনোয়ার আলম মনু, সৈনিকলীগ নেতা দেলোয়ার হোসেন, জিয়া উদ্দিন, নাছির উদ্দিন, আবদু শুক্কুর, ছাত্রলীগ নেতা কলিম সিকদার সৈনিকলীগের চকরিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে খলিল উল্লাহ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে যেভাবে জঙ্গী-সন্ত্রাসীদের দমন করা হচ্ছে, তা অতি শীঘ্রই দেশ থেকে সমূলে ধ্বংস হয়ে যাবে। তাই দেশ রক্ষায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গীবাদ-সন্ত্রাস প্রতিরোধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু বলেন, দেশরত্ম শেখ হাসিনার সফল নেতৃত্বে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ঠিক তখনই বিএনপি-জামাত জোট ক্ষমতার লোভে সারাদেশে হত্যার রাজনীতি চালু করেছে। তাঁরা গুপ্ত হত্যা চালিয়ে সাধারণ নিরীহ লোকজনকে হত্যা করছে। দেশের আত্মসামাজিক উন্নয়নে বাঁধা সৃষ্টি করছে। তাদের অপতৎরতার কারনে আজকে দেশে সন্ত্রাস, জঙ্গিবাদের উথান হয়েছে। তাই এসব অপশক্তির বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশের সকল শক্তিকে একহয়ে রুখে দাঁড়াতে হবে। প্রয়োজনে তাদের অপকর্মের বিরুদ্ধে জনগনকে সাথে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।