২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চকরিয়ায় সিএনজি ও ম্যাজিক গাড়ির সংঘর্ষে ব্যবসায়ী নিহত, সিএনজি চালকসহ আহত-৫


চকরিয়া-মহেশখালী সড়কে সিএনজি টেক্সী ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে আবদুল মামুন (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত ও সিএনজি চালকসহ ৫ যাত্রী আহত হয়েছে। আহতদের অব¯’া আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে চকরিয়া-মহেশখালী সড়কের বাটাখালী¯’ রুহুল কাদের মিয়ার কাচারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল মামুন চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম গুনদন্ডি এলাকার নোয়াব আলী সওদাগরের ছেলে। আহতরা হলেন-চট্টগ্রামের বোয়াখালীর পূর্ব গুনদন্ডির মৃত আবদুর রশিদের ছেলে ুজসিম উদ্দিন (৩৫), একই উপজেলার পশ্চিম গুনদন্ডির বদি আলম (৫৫), পেকুয়া উপজেলার মগনামা এলাকার মনুর আলীর ছেলে এমতাজুল হক (৫০), মহেশখালী উপজেলার বড় মহেশখালীর মৃত সাদেক আলীর ছেলে মো.শফি (৫০) এবং সিএনজি চালক বদরখালীর বাজার পাড়া এলাকার কামাল উদ্দিন মেম্বারের ছেলে নুর হোসেন (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে যাত্রীবাহি সিএনজি চকরিয়া থানা রাস্তার মাথা এলাকা থেকে ইলিশিয়া যা”িছল। সিএনজি টেক্সীটি বাটাখালী রুহুল কাদের মিয়ার ঘাটা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ম্যাজিক গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা¯’লে মারা যায় আবদুল মামুন। এসময় ্িসএনজি চালকসহ চার যাত্রী গুরুতর আহত হয়।
¯’ানীরা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহতদের অব¯’া আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চকরিয়া থানা এসআই গোবিন্দ চন্দ্র দাশ দুর্ঘটনা নিশ্চিত করেছেন এবং নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।