চকরিয়া উপজেলা সদরে অবস্থিত বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী (প্রা:) লিমিডেট চকরিয়া শাখার উদ্যোগে ২৫ মার্চ স্বাধীনতা দিবসে দিনব্যাপী ফ্রি-চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। উপজেলার কোনাখানী ইউনিয়নের সিকদারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত হয়েছে সেবা কার্যক্রম।
দিনব্যাপী অনুষ্টিত ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে রোগী দেখেন শিশু-বিশেষজ্ঞ চিকিৎসক ডা: খালেদ হোসেন, চর্ম ও যৌনরোগ বিশেজ্ঞ ডা: এ এফ এম মিজানুর রহমান, কক্সবাজার মেডিকেল কলেজের পিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: সোহেল বক্স, নাগ-কান গলা রোগের চিকিৎস্যক ডা: সাঈদুল আনাম, মহিলা, গাইনী ও স্ত্রীরোগের চিকিৎস্যক ডা: তাইয়্যেবা কাউসার চৌধুরৗ, বাত-ব্যথা, মেডিসিন ও কিডনীরোগের চিকিৎস্যক ডা: তামিম সাকের, মহিলা, স্ত্রী ও গাইনীরোগ চিকিৎস্যক ডা: জেসমিন আকতার।
এদিন ৮ জন চিকিৎস্যক দিনব্যাপী ১২শত রোগীকে বিভিন্ন রোগের ব্যব¯’াপত্র প্রদান করেন। সাথে লক্ষাধিক টাকার বিনামুল্যে ঔষধ ও বিভিন্নরোগের পরীক্ষাও প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, ইউপি সদস্য যথাক্রমে আবুল কালাম আজাদ, মেম্বার সরওআর আলম, মেম্বার আনোয়ারুল ইসলাম বাদশা, শেভরণ চকরিয়া শাখার ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: নুর“ল কবির, কোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল বাহার সিকদার, শেভরণ চকরিয়া শাখার পরিচারক নুর“ল আবছার, মোশারফ হায়দার সুমন, রহমত উল্লাহ ও আবদুল হান্নান, শেভরণ চকরিয়া শাখার ম্যানেজার জাহাঙ্গীর আলম ভুট্টো প্রমূখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।