চকরিয়ায় সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ‘গতি কমাও জীবন বাচাও’ স্লোগানে নিরাপদ চাই উপজেলা কমিটির উদ্যোগে গতকাল রোববার সকালে উপজেলা পরিষদস্থ আদালত সড়কে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
জাতিসংঘ ঘোষিত নিরাপদ সড়কের দাবি সম্বলিত স্লোগানে অনুষ্ঠিত নিয়ে মানববন্ধনে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) চকরিয়া উপজেলা শাখার সভাপতি সোহেল মাহমুদ। সড়ক নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ পরিদর্শক মো. নাজমুল হক কামাল। উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই উপজেলা কমিটির সহ-সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ, সাংবাদিক মনির আহমদ, সাংবাদিক জহিরুল আলম সাগর, সহ-সভাপতি বেলায়েত হাসান পেয়ারু, সাধারণ সম্পাদক কাইছার হামিদ, সহ-সম্পাদক আবদুর রহিম, কমিটির সদস্য মন্জুর কাদের, হুমায়ুন রশিদ, জামাল উদ্দিন বাবুল, সাইফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।