২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চকরিয়ায় হত্যা মামলার পলাতক এক আসামি ৬বছর পর গ্রেফতার


চকরিয়ায় পুলিশের অভিযানে প্রায় ৬বছর পর হত্যা মামলার আসামি জিয়াবুল হককে (৩২) গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাংগীর আলমসহ পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া শহর থেকে তাকে গ্রেফতার করেন। জিয়াবুল পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়া গ্রামের মৃত রশিদ আহমদের ছেলে।
চকরিয়া থানার এসআই জাহাংগীর আলম বলেন, ২০১১ সালের জুন মাসে চকরিয়া পৌরসভার স্টেশনপাড়া এলাকায় বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হন স্থানীয় ছিদ্দিক আহমদের ছেলে আবুল হোসেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ১১সালের ১৯ জুন চকরিয়া থানায় একটি হত্যা মামলা (২২) দায়ের করা হয়।
তিনি বলেন, মামলাটি রুজু হওয়ার পর থেকে এজাহারনামীয় আসামি জিয়াবুল গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে এলাকা ছেঁেড় অন্যত্র পালিয়ে থাকে। তবে সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামি জিয়াবুল হককে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।