২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ স্বপন এমপি

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল শনিবার

বার্তা পরিবেশক:

কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আগামী শনিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত কক্সবাজারের চকরিয়াউপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিল। চকরিয়া সরকারি কলেজ মাঠে প্রায় একযুগ পর অনুষ্ঠিত হতেযাওয়া এবারের সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মী সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহউদ্দীপনা বিরাজ করছে। এবার সরাসরিগোপন ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন হউক সেই আশায় উদগ্রীব হয়ে আছেন উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলর, ডেলিগেটসহ তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকসহ সাধারণ মানুষ। ইতোপূর্বে এই সম্মেলনের তারিখ নির্ধারণ করাহলেও নানা কারণে সেই তারিখ পিছিয়ে যায়। সর্বশেষ জেলা, উপজেলার নেতৃবৃন্দদের নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি এবং বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ বাংলাদেশ আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় কমিটিরধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার রূদ্ধদ্বার বৈঠকের পর নতুন করে তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। সেইমোতাবেক আগামী ১০ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন।

দলীয় সূত্র জানায়সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ বাংলাদেশআওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। উপজেলাআওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমপির সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশআওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। সম্মেলনের শুভ উদ্বোধন করবেন জেলাআওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য দেবেন কক্সবাজার জেলাআওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র। এছাড়াও অতিথি হিসেবে থাকবেন  সংরক্ষিত নারী সংসদ সদস্যকানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার সদররামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালীকুতুবদিয়াআসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, উখিয়াটেকনাফ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদিজেলা আওয়ামীলীগের সহসভাপতি আজিজুর রহমান রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানচৌধুরীসহ দলের বিভাগীয়, জেলা, উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ। চকরিয়া উপজেলাআওয়ামী লীগের সভাপতি কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম গণমাধ্যমকে জানিয়েছেনবহুলপ্রতিক্ষিত উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কাউন্সিল অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন করার লক্ষেসার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি মহোদয়। ইতোমধ্যেকক্সবাজারের চুড়ান্ত সফরসূচী নির্ধারণ করে সংশ্লিষ্টদের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তাঁর দপ্তর থেকে।মাননীয় হুইপ স্বপনের একান্ত সচিব (উপসচিব) স্বাক্ষরিত আদেশে সরকারি এই সফরসূচী চুড়ান্ত করা হয়েছে।

সংসদ সদস্য জাফর আলম জানানজাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে এসেপৌঁছাবেন সাড়ে আটটায়। সেখান থেকে সড়কপথে চকরিয়া উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সাড়ে দশটায় হুইপ স্বপনযোগ দেবেন চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলে। এর পর বিকাল৫টায় তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন সড়কপথে। এদিন হোটেল সায়মনে উপস্থিতিসহ রাত্রীযাপন করবেন তিনি।পরদিন রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় টেকনাফ উপজেলার উদ্দেশ্যে যাত্রা করে সাড়ে দশটায় যোগদান করবেনটেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে। এর পর বিকেল ৫টায় রামু উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। এর পরমারমেইড বীচ রিসোর্টে উপস্থিতিসহ এদিন রাত্রীযাপন করবেন সেখানে। পরদিন সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায়ঈদগাঁও উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সাড়ে দশটায় যোগ দেবেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে।এদিন বিকাল সাড়ে পাঁচটার পর কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।