এম.জিয়াবুল হক,(চকরিয়া): আগামী ২৯ ডিসেম্বর বাংলাদেশ পূজা উদযাপন কক্সবাজার জেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে গতকাল ১৫ ডিসেম্বর বিকালে পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার জরুরী বর্ধিত ও প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
চকরিয়া শহরের চিরিংগাস্থ এস আর প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা কার্যালয়ে উপজেলা সভাপতি শ্রী তপন কান্তি দাশ। উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবলা দেবনাথ এর পরিচালনায় শ্রী বিশ্বজিত বৈঞ্চব এর গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠিত সভায় আসন্ন জেলা কমিটির সম্মেলনকে সফল ও সার্থক করার লক্ষে বক্তারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভা কমিটির সভাপতি টিটু বসাক, উপজেলা সহ সভাপতি মা; সুশান্ত কুমার দে, সদস্য শুধাংসু বিমল সুশীল, পৌরকমিটির, সাধারন সম্পাদক নিলোৎপল দাশ, সহ- সভাপতি সুজিত দাশ,উপজেলা যুগ্ন-সাধারন সম্পাক তপন কান্তি সুশীল,সাংগীতিক সম্পাদক সুধীর চন্দ্র দাশ,সহ সাংগঠনিক সম্পাদক লিটন দাশ সদস্য যথাক্রমে অনুপম দে অপু, লিটন সুশীল (বায়তুশ শরফ রোড),বিশ্বজিত আচার্য্য, সুজন দেবনাথ বাবু,পৌর কমিটির সহ সভাপতি উত্তম কান্তি দে,অর্থ সম্পাদক বাসু দে,প্রচার সম্পাদক অনিল দাশ,সদস্য রাজিব দাশ,মিল্টন দাশ গুপ্ত, চিরিংগা ইউনিয়ন সভাপতি সমীর কান্তি দে,ফাসিয়াখালী খালী ইউনিয়ন সাধারন সম্পাদক নরোত্তম দাশ,শ্রী নন্দ দাশ,কৈয়ারবিল ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক কৈলাশ দে,ডুলাহাজারা ইউনিয়ন সভাপতি অজয় দেব,খুটাখালী ইউনিয়ন সাধারন সম্পাদক বাহাদুর দাশ, শাহারবিল ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক ডা; বিকাশ রন্জন সুশীল প্রমুখ।
সভায় পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার সকল সদস্য/ সদস্যা বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতি বাবু তপন কান্তি দাশ বলেন কক্সবাজার হচ্ছে সারা বিশ্বের ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানের সম্মেলনে কেন্দ্রীয় কমিটির বেশির ভাগ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, তাই সম্মেলনকে সফল ও সার্থক করার জন্য চকরিয়া উপজেলা ও পৌরসভার কমিটির পক্ষ থেকে সকলকে দলে দলে যোগদান করার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।