২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

চকরিয়া কোনাখালীতে দিনদুপুরে জমি থেকে পাকাধান কেটে লুট, ৩কৃষককে কুপিয়ে জখম

চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে দিনদুপুরে জমির পাকাধান কেটে লুটে নিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। এসময় বাঁধা দিতে গেলে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে তিন কৃষককে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে ইউনিয়নের পূর্ব কোণাখালী সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- চকরিয়া উপজেলা কোণাখালী ইউনিয়নের পূর্ব কোণাখালীর সিকদার পাড়ার এলাকার মৃত আবদুল গফফরের ছেলে নুরুল আজিম (৪২), একই এলাকার মৃত ইসহাকের ছেলে নুরুল আবছার (৫৫) ও মৃত আবুল ফজলের ছেলে আবদুস সাত্তার (৪৪)।
ঘটনার পরপর আহতদেরকে উদ্ধার করে পরিবার সদস্যরা চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে নুরুল আজিমের হাতের আঙ্গুল কেটে গেছে এবং মাথায় গুরুতর জখম হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় নুরুল আজিমকে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু সেখানে তাঁর শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আক্রান্ত কৃষকদের পরিবার সদস্যরা জানান, উপজেলার পুর্ব কোণাখালী সিকদার পাড়া এলাকায় কৃষক নুরুল আজিম, নুরুল আবছার ও আবদুস সাত্তার নিজেদের ক্রয়করা ৬০ শতক এবং বর্গা নেয়া আরো ১২ কানি জমিতে কৃষক আবদুর রহিমসহ চারজন মিলে চলতি মৌসুমে ধান চাষ করেন।
আহতরা জানান, ধান কাটার মৌসুম ঘনিয়ে আসলে স্থানীয় একটি লাঠিয়াল চক্র তাদের জমির পাকাধান কেটে লুটের অপচেষ্টায় মেতে উঠে। এরই জের ধরে গতকাল শুক্রবার সকালে স্থানীয় আবদুল মালেক, আহমদ উল্লাহ, রুবেল, কফিল, রাহমত উল্লাহ, বেলাল উদ্দিন ও জামাল উদ্দিনের নেতৃত্বে ৩০-৩৫জন অস্ত্রধারী দুর্বৃত্তরা হামলা চালিয়ে প্রকাশ্যে গুলি বর্ষন করে জমির ধান কাটতে শুরু করে।
আহত কৃষক নুরুল আবছার ও আবদুস সাত্তার জানান, জমির পাকা ধান কেটে লুটে নেয়ার খবর পেয়ে তাঁরা তাৎক্ষনিক সেখানে গিয়ে বাঁধা দেন। এসময় হামলাকারী দুর্বৃত্তরা জমির মালিক কৃষকদেরকে লোহার রড, হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কিরিচের আঘাতে কুপিয়ে গুরুতর জখম করে।
ঘটনার পরপর পরিবার সদস্যরা উপস্থিত স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন। তন্মধ্যে আহত নুরুল আজিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করেন জরুরী বিভাগের চিকিৎসক।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, জমির পাকাধান কেটে লুটের এ ঘটনায় এখনো কোন ধরণের অভিযোগ পায়নি। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।