১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

চকরিয়া কোরক বিদ্যাপীঠের নির্বাচনে বিজয়ী প্রার্থী সোহেল, শওকত, ছুট্টো, শফিক, ইছমত আরা ও নুরুল ইসলাম।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): উৎসাহ-উদ্দিপনা ও শান্তিপুর্ন পরিবেশে গতকাল ২৩ নভেম্বর বৃহস্পতিবার জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে ৬টি পদে প্রতিদ্বন্দ্বি ১০জন প্রার্থীর মধ্যে বিপুল ভোটে ৬ প্রার্থী বিজয়ী হয়েছেন। ভোট গননা শেষে গতকাল বিকালে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ও চকরিয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ লিখিতভাবে ফলাফল ঘোষনা করেন।
ঘোষিত ফলাফলে প্রাথমিক শাখার অভিভাবক ক্যাটাগরীতে ৩৫২ ভোট পেয়ে এক নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ নুরুল কবিরের ছেলে সাইফুল কাদের সোহেল। একই বিভাগে ৩১০ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য পদে নির্বাচিত হয়েছেন চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন। প্রতিদ্বন্দ্বি অপর প্রার্থী উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধক্ষ্য এসএম আলমগীর হোছাইন ২৪১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
মাধ্যমিক শাখার অভিভাবক ক্যাটাগরীতে সর্বোচ্চ ৬০৮ ভোট পেয়ে এক নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিক্ষানুরাগী মকছুদুল হক ছুট্টো। একই বিভাগে ৫১৮ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য পদে নির্বাচিত হয়েছেন উপজেলা ঠিকাদার সমিতির আহবায়ক শফিকুল কাদের। প্রতিদ্বন্দ্বি অপর প্রার্থী জাহাংগীর আলম ২৪৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। অপরদিকে প্রাথমিক ও মাধ্যমিক বিভাগের নারী অভিভাবক সদস্য পদে বিজয়ী হয়েছেন বর্তমান কমিটির সদস্য ইছমত আরা বুলু। তিনি পেয়েছেন ৬৭৩ ভোট। নিকটতম হয়েছেন অপর নারী প্রার্থী শরিফা মোস্তাফা। তিনি পেয়েছেন ৬৬২ ভোট।
নির্বাচনে মাধ্যমিক বিভাগের শিক্ষক প্রতিনিধি পদে অংশ নিয়েছেন দুইজন। তাদের মধ্যে সহকারি শিক্ষক নুরুল ইসলাম ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম হয়েছেন সিনিয়র শিক্ষক শফিউল আলম। তিনি পেয়েছেন ১৩ ভোট।
নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ বলেন, তফসিল ঘোষনার পর প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী থাকার কারনে একক প্রার্থী হিসেবে ইতোমধ্যে পরিচালনা কমিটির চারটি পদে চারজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন প্রতিষ্ঠাতা ক্যাটাগরীতে কমরেড নুরুল আবছার, দাতা ক্যাটাগরীতে চকরিয়া পৌরসভার কাউন্সিলর আলহাজ মছুদুল হক মধু, প্রাথমিক শাখার শিক্ষক প্রতিনিধি পদে বাবু অলসন বড়ুয়া, মাধ্যমিক ও প্রাথমিক শাখা মিলিয়ে দুই বিভাগে নারী শিক্ষক প্রতিনিধি পদে রূপালী রানী দে। অপরদিকে শিক্ষাবোর্ডের নীতিমালা অনুযায়ী পদাধিকারবলে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য-সচিব নির্বাচিত হয়েছেন প্রধান শিক্ষক মো.নুরুল আখের।
এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয় ক্যাম্পাসে আলাদা ৬টি বুথে শান্তিপুর্ন পরিবেশে ভোট গ্রহন চলে। নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে দুই বিভাগে (প্রাথমিক ও মাধ্যমিক) মোট ভোটার সংখ্যা ২৭২২জন। তারমধ্যে মাধ্যমিক বিভাগে ১৮৮৮জন ও প্রাথমিক বিভাগে ৮৩৪জন। অপরদিকে মাধ্যমিক স্তরের শিক্ষক প্রতিনিধি পদে ভোট দেন ৩১জন শিক্ষক ভোটার। নির্বাচনে মাধ্যমিক ও প্রাথমিক বিভাগে ২৭২২জন ভোটারের মধ্যে প্রয়োগকৃত ভোট পড়েছে ১৩৮৬ভোট। তারমধ্যে মাধ্যমিক বিভাগে প্রয়োগ করেছেন ৮৩৪ ভোট ও প্রাথমিক বিভাগে প্রয়োগ করেছেন ৫৫৪ ভোট।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।