চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পহঁরচাদা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মঙ্গলবার দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্টিত হয়েছে। পাশাপাশি একই অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এবং জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমর উদ্দিন আহমদ সদ্য অনুষ্টিত নির্বাচনে বিপুল ভোটে কক্সবাজার জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় এলাকার সর্বস্থরের জনসাধারণ এবং বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হয়।
পহঁরচাদা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন কমর উদ্দিন আহমদের সভাপত্বিতে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.মাহাবুব-উল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, কাকারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান, সাবেক প্রধান শিক্ষক দলিলুর রহমান, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দৈনিক সমকালের সহ-সম্পাদক সাংবাদিক নাছির উদ্দিন হায়দার ও দশম শ্রেণীর ছাত্রী ইসরাত জাহান সাদিয়া ।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজরুল ইসলাম ও ফয়েজুল হকের সঞ্চালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমদ। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা সেলিম উল্লাহ বাহাদুর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সেলিম আহমদ, নাছির উদ্দিন আহমদ, আবদুল আজিজ, আক্তার উদ্দিন টুক্কু, মোসলেম উদ্দিন ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আইয়ুব খান মিন্টু প্রমুখ।
অনুষ্টানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, শিক্ষা ব্যবস্থায় এমন একটি সময় ছিল বই সংকটের কারনে প্রতিবছর নতুন শিক্ষবর্ষে বড়দের পুরানো বই অধৈক টাকা দামে কিনে ছোটদের লেখাপড়া করতে হতো। অভিভাবকরা প্রাণপ্রণ চেষ্ঠা করেও সেইসময় সঠিকভাবে বই মিলতনা। কিন্তু বর্তমান সরকারের আমলে সেই যুগের অবসান হয়েছে। সরকার বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে এখন বিনামুল্যে পাঠ্যবই তুলে দিচ্ছে। বদলে গেছে শিক্ষা ব্যবস্থার দৃশ্যমান প্রেক্ষাপট। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার মাধ্যমে মেধাবী ও দক্ষ মানব সম্পদ তৈরীতে বদ্ধপরিকর, এই জন্য শিক্ষাখাতে সকল ধরণের প্রনোদনা চালু করেছে সরকার। সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের রূপরেখা মধ্যম আয়ের উন্নত বাংলাদেশ বির্নিমানে সবার আগে দরকার একটি সুশিক্ষিত নতুন প্রজন্ম। তাই বিশ^ায়ানের এই যুগে আমাদেরকে ঠিকে থাকতে হলে শিক্ষার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তিনি এসময় উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করতে চেষ্ঠা করুন, জঙ্গিবাদ, মাদক ও সমাজ বিরোধী সকল কাজের বিরুদ্ধে সচেতন হোন। তিনি বিদ্যালয়ের উন্নয়নে সরকারিভাবে সম্ভবপর সকল ধরণের সহায়তা দেয়ার আশ^াস দেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।