চকরিয়া উপজেলার পালাকাটা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ কেএম ছালাহউদ্দিন অনুষ্ঠানের উদ্বোধন ছিলেন।
পালাকাটা উচ্চ বিদ্যালয়ের ৩দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন জেলা পরিষদ সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। তিনি মঙ্গলবার ২১ফেব্রুয়ারি বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে.এম সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার কাউন্সিলর ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. জামাল উদ্দিন এবং চকরিয়া মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহাবউদ্দিন। সমাপনি দিবসের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পালাকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম। তিন দিনব্যাপি প্রতিযোগিতায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীরদাদ হোসেন ও কুসুমকলি আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলামসহ বিভক্ত ৪টি হাউসে প্রতিনিধিত্বকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক দীন মোহাম্মদ মুছা, মো. ফরহাদুল ইসলাম, এস. কায়সার আলম, দুলাল চন্দ্র সুশীল, বদিউল আলম, শিক্ষিকা ইসমত আরা বেগম, মোহাম্মদ জুনাইদ, মোহাম্মদ বাবর, সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল কালাম, শিক্ষিকা শামিমা আক্তার, হাসমত আরা বেগম, মানিক হোছাইন, শিক্ষিকা খাদিজা তাসমিন পপি ও মিফতাহুল জান্নাত। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও কুসুমকলি শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক নেজাম উদ্দিন এবং শিক্ষক আমির হোসেনের সঞ্চালনায় বিদ্যালয়ের মাধ্যমিক ও প্রাথমিক শাখার শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। একইদিন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে.এম ছালাহউদ্দিন ও প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিমের তত্ত্ববধানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকাল ৬টার দিকে বিদ্যালয় নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় দিবসের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনভর যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালন ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হয়েছে বিদ্যালয়ের টানা তিনদিনের গৃহীত নানান কর্মসূচি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।