২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়া পৌরশহরে মার্কেটে হামলার ঘটনায় ৮জনকে আসামি করে মামলা

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া পৌরশহরে মার্কেটে সীমানা বিরোধের জের ধরে হামলার ঘটনায় ঘটনায় গতকাল চকরিয়া থানায় আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আগেরদিন দুপুরে প্রতিপক্ষের হামলায় মার্কেট মালিকসহ ৫জন আহত হন। আহতরা হলেন মার্কেট মালিক হাজী আবুল ফয়েজ মন্টু মিয়া (৭৩), তাঁর ছেলে লায়ন আলমগীর আলম (৪০), আত্মীয় জহির আহমদ সওদাগর (৫৫), মোহাম্মদ ফারুক (২৮), বাহাদুর আলম (৪৮)।
আহতদেরকে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত জহির আহমদ সওদাগর ও মোহাম্মদ ফারুককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তারমধ্যে অবস্থার অবনতি হওয়ায় গতকাল দুপুরে আহত জহির আহমদ সওদাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথা এলাকায় ঘটেছে এ হামলা ঘটনা।
হামলার এ ঘটনায় আক্রান্তপক্ষে মার্কেট মালিকের ছেলে লায়ন আলমগীর আলম বাদি হয়ে গতকাল বুধবার চকরিয়া থানায় ৮জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন। এতে আসামি করা হয়েছে স্থানীয় আমির হোছনের ছেলে জয়নাল আবেদিন, সহযোগি মোহাম্মদ রুবেল, মৃত ফজল করিমের ছেলে মো.ইসমাইল, খোরশেদ আলম খুসুর ছেলে মো.ফোরকান, মৃত করিম দাদের ছেলে শফি আলম, খোরশেদ আলম খুসু, জয়নাল আবেদিনের স্ত্রী বিলকিছ আক্তার ও মোহাম্মদ রুবেলের স্ত্রী বুলবুল আক্তাকে। এছাড়াও মামলার এজাহারে আরো ১০-১২জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আক্রান্ত পক্ষের লোকজন জানান, চকরিয়া পৌর শহরের থানা রাস্তার মাথায় এলাকায় অবস্থিত এম রহমান কমপ্লেক্স ও পাশের নির্মানাধীন একটি মার্কেটে সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে একমাস ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে বিচারাধীন রয়েছে। বিরোধ নিষ্পত্তিকল্পে উপজেলা চেয়ারম্যান উভয় পক্ষকে শান্তিশৃংখলা বজায় রেখে সার্ভেয়ার নিয়োগ করে জায়গার পরিমাপ চুড়ান্ত না হওয়া পযর্ন্ত দুইপক্ষকে শান্ত থাকার নির্দেশনা দেন।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের দেয়া মধ্যস্থতাকারী রশিদ আহমদ উভয়পক্ষকে নিয়ে বিরোধীয় সীমানা এলাকায় শালিসী বৈঠকে বসেন। মার্কেট মালিক আলহাজ ফয়েজ মন্টু মিয়ার ছেলে লায়ন মোহাম্মদ আলম অভিযোগ করেন, শালিসী বৈঠক চলাকালে মধ্যস্থতাকারী রশিদ আহমদের উস্কানীতে প্রতিপক্ষের ১৫-২০জনের ভাড়াটিয়া দুবর্ুৃত্ত সেখানে এসে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় মার্কেট মালিকসহ অন্তত ৫জন আহত হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আক্রান্ত পক্ষের দায়ের করা একটি অভিযোগ মামলা হিসেবে রুজু করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।