২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চকরিয়া, মাতামুহুরী থানা ও পৌর জাতীয় পাটির ইউনিয়ন-ওয়ার্ড কমিটির সম্মেলনর তারিখ ঘোষনা

চকরিয়ায় জাতীয় পাটির সাংগঠনিক মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপি।

চকরিয়া ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা এবং চকরিয়া পৌরসভা জাতীয় পাটির সকল ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিটির সম্মেলনর তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে চকরিয়া উপজেলা পরিষদ সড়কে উপজেলা জাতীয় পাটির কার্যালয়ে অনুষ্ঠিত সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা জাতীয় পাটির সভাপতি হাজি মোহাম্মদ ইলিয়াছ স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শক্রমে সম্মেলনে তারিখ নির্ধারণ করেন।
চকরিয়া উপজেলা জাতীয় পাটির (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোয়ার আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক আসমাউল হুসনা, চকরিয়া উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, মাতামুহুরী জাতীয় পাটির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, চকরিয়া পৌরসভা জাতীয় পাটির সভাপতি জসিম উদ্দিন কমিশনার, সাধারণ সম্পাদক কাজী নাছির উদ্দিন, পৌরসভা মহিলা পাটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য রেহেনা খানম রাহু, সাধারণ সম্পাদিকা আঞ্জুমান আরা বেগম, চকরিয়া উপজেলা মহিলা পাটির সভাপতি জোসনা আক্তার।
বক্তব্য রাখেন সাইফুল ইসলাম মেম্বার, শিরিন আক্তার মেম্বার, জাপা নেতা মাস্টার অংকেছিং, হুমায়রা বেগম, মৌলভী আক্তার আহমদ, জন্নাতুল ফেরদৌস, রোজিনা আক্তার, দিলদার বেগম, ছেনুয়ারা বেগম, জাফর আলম, রেজাউল করিম, সুলতানা রাজিয়া, সজরুন নাহার বুলু, মাস্টার নুরুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াছ, নুরুল আবছার, শওকত ওসমান, বদিউল আলম, আবুল কাশেম প্রমুখ। সভায় ঘোষনা অনুযায়ী আগামী ৮ মে কৈয়ারবিল, ৯ মে চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড, ১৩ মে পুর্ববড় ভেওলা, ১৪ মে কাকারা, ১৬ মে পৌরসভার ৩নং ওয়ার্ড, ১৭ মে বদরখালী, ১৮ মে বমুবিলছড়ি, ১৯ মে খুটাখালী, ২১ মে সাহারবিল ইউনিয়নের সকল ওয়ার্ডের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।