২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

চট্টগ্রামে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের অধিকাংশ নতুন মুখ!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম আওয়ামী লীগের সম্ভাব্য সংসদ সদস্য পদের প্রার্থী হবেন এমন নেতাদের নাম লোকমুখে আলোচনা চলছে। দলীয় মনোনয়ন পেতে বর্তমান এমপির পাশাপাশি কয়েকটি সংসদীয় আসনে দলীয় নেতারাও বিভিন্ন অনুদান, রাজনৈতিক কর্মসূচী ও প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় এলাকার বিভিন্ন ধরণের উন্নয়নের সেই চিত্রগুলো সম্ভাব্য প্রার্থী ব্যক্তি ইমেজে বা নিজেদের প্রচেষ্টার বিষয়টিও স্থানীয় জনগনকে তুলে ধরার চেষ্টা করছেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের সম্ভাব্য এমপি প্রার্থীরা। তবে আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্যরা ছাড়াও সম্ভাব্য অনেকের নামও আলোচনায় আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। তাছাড়া, জোট থাকলে জোটের বর্তমান এমপিরাও সম্ভাব্য আলোচনায় নাম থাকবে। চট্টগ্রামের অধিকাংশ আসনে পুরাতন-নতুনে মিলে অধিক প্রার্থীর নাম আলোচনায় আসছে।

তাদের মধ্যে একক প্রার্থী হিসেবে আছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) বর্তমান এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সাবেক এমপি মরহুম রফিকুল আনোয়ারের মেয়ে উত্তর জেলা আওয়ামীলীগ নেতা খতিজা আনোয়ার সনি, জোটের বর্তমান এমপি নজিবুল হক মাইজভান্ডারি, চট্টগ্রাম-৩ (সনদ্বীপ) বর্তমান এমপি মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান শাহজাহান মিয়া, পৌর মেয়র জাফর উল্লাহ টিটু, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) বর্তমান এমপি দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ সালাম, জোটের বর্তমান এমপি ব্যরিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৬ (রাউজান) বর্তমান এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মাহাফুজুল হায়দার চৌধুরী রোটন, গুঞ্জন চলছে প্রধানমন্ত্রীর ফুফাতো বোন কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর সহধর্মিণী মিসেস ওমর ফারুক এবার নির্বাচন আসতে পারে, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনীয়া) ড. হাসান মাহমুদ, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) জোটের বর্তমান এমপি মঈন উদ্দীন খান বাদল, মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি’র বড় পুত্র সানোয়ারা গ্রুপের এমডি তরুণ আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল চৌধুরী নওফেল, জোটের বর্তমান এমপি জিয়া উদ্দীন আহমেদ বাবলু, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) বর্তমান এমপি আফছারুল আমীন, সাইফুদ্দিন খালেদ বাহার, চট্টগ্রাম-১১ (হালিশহর-পতেঙ্গা) বর্তমান এমপি এমএ লতিফ, নগর আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম-১২ (পটিয়া) বর্তমান এমপি সামশুল হক চৌধুরী, যুবলীগ কেন্দ্রীয় নেতা বদিউল আলম, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আখতারুজ্জামান চৌধুরী দুইপুত্র বর্তমান এমপি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আনিসুজ্জামান চৌধুরী রণি, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) বর্তমান এমপি নজরুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) বর্তমান এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম আমিন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাঈনুদ্দিন হাসান, চট্টগ্রাম-১৬ (বাশঁখালী) বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান সিআইপি, আবদুল্লাহ কবির লিটন। তবে আওয়ামীলীগ হাইকমান্ড সূত্রে জানা গেছে, এবার মনোনয়নের ক্ষেত্রে তরুণ ও পরিচ্ছন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, যার মধ্যে অধিকাংশ থাকছে নতুন মুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।