চট্টগ্রাম নগরীর ওয়ার সেমিট্রি এলাকায় ট্রাকচাপায় নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য জালাল উদ্দিন সোহেল(৩৫) মারা গেছেন। দুর্ঘটনার পর আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় একটি হাসপাতালে মারা যান তিনি।
নিহত জালাল নগরীর পাহাড়তলি এলাকায় থাকতেন। তিনি চাঁদপুর জেলার বাসিন্দা।
এ ঘটনার সত্যতা স্বীকার করে নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ বলেন, নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছিলেন জালাল। সেখান থেকে বেরিয়ে বাসায় ফেরার জন্য ওয়ার সেমিট্রি সংলগ্ন বাদশা মিয়া সড়কে হাঁটছিলেন তিনি। এ সময় একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়। গুরুতর আহত হওয়ার পর ঘটনাস্থলের অদূরে মেহেদিবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়।
ম্যাক্স হাসপাতালের চিকিৎসক ডা. ইমরান হোসেন বলেন, পেটের ওপর দিয়ে গাড়ি উঠে যাওয়ায় তার নাড়িভুড়ি বেরিয়ে পড়ে। হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।