চট্টগ্রামে রেলওয়ে কলোনীতে অগ্নিকান্ডে ১৪ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার গভীর রাতে নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনির কুয়ারপাড়া বস্তিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর রূপন কান্তি বিশ্বাস জানান, খবর পেয়ে নগরীর তিনটি স্টেশন থেকে ১১টি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৪টার দিকে আগুণে নিয়ন্ত্রণে আসে। তবে আগুণের সূত্রপাত এখনো যানা যায়নি বলে জানান তিনি। সিবিএন
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।