চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার পুরাতন ব্রিজঘাটসংলগ্ন বালির মাঠ থেকে ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। শনিবার বিকেলে এই ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুর রহিম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর কোতোয়ালি থানাধীন পুরাতন ব্রিজঘাটের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি প্যাকেটভর্তি ইয়াবা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুর রহিম।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।