২৫ এপ্রিল, ২০২৫ | ১২ বৈশাখ, ১৪৩২ | ২৬ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে সদস্য পদে বিজয়ী আনোয়ার কামাল


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুষ্ঠিত সারা বাংলাদেশের ন্যায় চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ২৮ ডিসেম্বর সম্পন্ন হয়েছে। নির্বাচনের ভোট কেন্দ্র ছিল লোহাগাড়া উপজেলা সদর ফয়েজ শফী সরকারী প্রাথমিক বিদ্যালয়। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটাররা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট প্রয়োগ করেন। নির্বাচনে সাধারণ সদস্য পদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য, উন্নয়নের রূপকার, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর আলহাজ্ব আনোয়ার কামাল (অটোরিক্সা) প্রতীকে বিপুল ভোটে বেসরকারী ভাবে বিজয় লাভ করেছেন। তার প্রাপ্ত ভোট ১৬১। তার নিকটতম প্রতিদ্বন্দী মোহাম্মদ জসিম উদ্দিন হাতি প্রতীক ভোট পেয়েছেন ৬ ভোট। ফলাফল শেষে জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য আনোয়ার কামাল তার বিজয়ী বক্তব্য বলেন, সর্বপ্রথম মহান আল্লাহ্ রাব্বুল আলেমিন এর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। জীবনে প্রথম বারের মত জয় লাভ হতে পেরে সত্যি খুব বেশি আনন্দিত লাগছে। তিনি সদস্য পদে বিজয়ী হওয়ায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্য ও সদস্যাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। লোহাগাড়া থানার ওসি শাহ্ জাহান পিপিএমবার জানিয়েছেন, উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট চলাকালীন সময়ে আমাদের পুলিশ বাহিনীর পক্ষ হতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান। প্রিজাইডিং অফিসার তথা উপজেলা কৃষি অফিসার মো: শামীম হোসেন জানান, এই নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয়েছে। ভোটাররা উৎসাহ্ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট প্রয়োগ করেছে বলেও তিনি জানান। নব নির্বাচিত সদস্য আনোয়ার কামাল বিপুল ভোটে বিজয়ী লাভ করার পর উপজেলার সর্বস্থরের জনসাধারণ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যাবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য ও পদুয়া ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জান মোহাম্মদ সিকদার, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, পদুয়া ইউপি চেয়ারম্যান মো: জহির উদ্দিন, চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ, পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজ্বী মো: ইউনুচ, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য ও লোহাগাড়া ডায়াবেটিকস্ জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরমান বাবু রুমেল, উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ.এম গণি সম্রাট, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মিয়া মোহাম্মদ শাহ্ জাহান বিন আজিজ, আওয়ামীলীগ নেতা ফজলে এলাহী আরজু, দক্ষিণ জেলা যুবলীগ নেতা নুরুল আলম জিকু, এস.এম আব্দুল জব্বার, উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মো: জহির উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান মো: ফারুক, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিটন বড়–য়া রুনা, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান, একেএম পারভেজ, উপজেলা যুবলীগ নেতা মো: আবছার উদ্দিন, মো: নাজিম উদ্দিন, মো: হারুন, যুবলীগ নেতা ও কলাউজান ইউপি সদস্য সালাহ্ উদ্দিন সিকদার, আমিরাবাদ ইউপির ২নং প্যানেল চেয়ারম্যান এস.এম ইউনুচ, চরম্বা ইউপি সদস্য মো: সোলাইমান, ইউপি সদস্য ছৈয়দ হোসেন, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ছুট্টু, কলাউজান ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মুন্সি, পদুয়া ইউনিয়ন যুবলীগ নেতা মো: আদেল চৌধুরীসহ ইউপির অন্যান্য চেয়ারম্যান ও ইউপি সদস্য/সদস্যাবৃন্দরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।