২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম থেকে অপহৃত দুই বছরের শিশু চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার ৩

chakaria-pic-3-08-12-16
কক্সবাজারের চকরিয়ায় অপহৃত দুই বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয় শিশু অপহরণ ঘটনায় জড়িত তিনজনকেও। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ওই শিশুকে অপহরণকারীর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এর আগে বুধবার সকাল আটটার দিকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকা থেকে অপহরণ করা হয় শিশুটিকে। এর পর মুক্তিপণ হিসেবে মুঠোফোনে মোটা অংকের চাঁদা দাবি করে অপহরণ চক্রের সদস্যরা। মুক্তিপণ চাওয়ার সময় ব্যবহৃত মুঠোফোনের স্থান শনাক্ত হওয়ার পর ওই শিশুটিকে উদ্ধার অভিযানে নামে চকরিয়া থানা ও বায়েজিদ থানার পুলিশ।
উদ্ধারকৃত শিশুর নাম জন্নাতুল ফেরদৌস মাহি (২)। সে শ্রীমঙ্গল জেলার কমলগঞ্জ উপজেলার বেড়াচড়া গ্রামের মো. আশিকের কন্যা। তারা স্ব-পরিবারে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকা বসবাস করেন দীর্ঘদিন ধরে।
গ্রেপ্তারকৃতরা হলেন অপহরণ চক্রের হোতা চকরিয়া পৌরসভার করাইয়া ঘোনা গ্রামের বশির আহমদের ছেলে মোহাম্মদ রাশেদ (২২), চিরিঙ্গা ইউনিয়নের বুড়িপুকুর গ্রামের মৃত জহির আহমদের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫) ও বিকাশ এজেন্ট চিরিঙ্গা ইউনিয়নের বুড়িপুকুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ সোহেল (২৫)।
অভিযানে নেতৃত্ব দেওয়া চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, ‘মুক্তিপণ চাওয়া মোবাইল ফোন ও বিকাশ নাম্বারের স্থান শনাক্ত করার পর আজ (গতকাল) দুপুর বারোটার দিকে অভিযান শুরু করি। প্রথমে বিকাশ এজেন্ট সাহেলকে আটক করার পর তার দেওয়া তথ্যমতে অপহরণ চক্রের সদস্য জাহাঙ্গীর এবং রাশেদকে গ্রেপ্তার করি। একইসঙ্গে রাশেদের বাড়ি থেকে উদ্ধার করা হয় অপহৃত ভিকটিম জন্নাতুল ফেরদৌস মাহিকে।’ তিনি আরো জানান, শিশুটিকে উদ্ধারের পর বায়েজিদ থানার মামলার তদন্তকারী কর্মকর্তাসহ শিশুর মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে আসামীদেরও সোপর্দ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।