বিশেষ প্রতিবেদকঃ পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজ পাওয়ার পর এবার মাদক, অস্ত্র, চোরাচালান উদ্ধারে অবদান রাখায় চট্রগ্রাম রেঞ্জের শ্রেষ্টত্ব অর্জন করলেন টেকনাফ থানার চৌকস উপ- পরিদর্শক (এসআই) দীপক বিশ্বাস। মঙ্গলবার চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক তাকে সম্মাননা তুলে দেন। সময় কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন উপস্থিত ছিলেন।
সুত্র মতে, গত নভেম্বর মাসে এস আই দীপক বিশ্বাস টেকনাফ থানায় যোগদান করেন। তিনি যোগদানের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে মাদক, অস্ত্র, চোরাচালান উদ্ধারে ব্যাপক ভুমিকা রাখেন।
এর আগে এস আই দীপক বিশ্বাস কক্সবাজারের মহেশখালি থানায় ছিলেন। মহেশখালিতেও তিনি অপরাধ রোধে ব্যাপক অবদান রেখেছেন। এমনকি তিনি একজন মাদ্রাসা পড়ুয়া এতিম শিশুকে সহায়তা দিয়েছিলেন।
এক প্রতিক্রিয়ায় এস আই দীপক বিশ্বাস জানান, আমার এই সফলতার পেছনের কারিগর হচ্ছে ওসি। স্যারের একান্ত সহযোগিতায় আমার এই অর্জন। তিনি অপরাধ নিয়ন্ত্রনে সকলের সহযোগিতা কামনা করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, দীপক একজন গুড অফিসার। তার ভালো কর্মের জন্য সে পুরস্কিত হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।