চলে গেলেন ১৯৭০ সালের ব্রাজিল বিশ্বকাপ জয়ী অধিনায়ক কার্লোস আলবার্তো। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯.৪৫টায় তিনি পাড়ি জমান না ফেরার দেশে। সাবেক ক্লাব সান্তোসের পক্ষ থেকে এই মহারথীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭২ বছর।
আর বুঝি নেইমারদের খেলা দেখা হবে না আলবার্তোর। ১৯৭০ সাল। আজও স্মৃতির পাতায় টাটকা। সে বছর শিরোপার মঞ্চে কার্লোস আলবার্তোর নায়কোচিত নেতৃত্বে ইতালিকে ৪-১ গোলে পরাজিত করে ব্রাজিল। ম্যাচে একটি গোলও এসেছে তাঁর পা থেকে। যে গোলটিকে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা গোল হিসেবে বিবেচনা করা হয়।
সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন আলবার্তো। ১৯৪৪ সালের ১৭ জুলাই ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে জন্ম গ্রহণ করেন তিনি। ১৯৬৪ সালে প্রথমবারের মতো দেশের জার্সি গায়ে জড়ান এই সুপারস্টার। ব্রাজিলের হয়ে খেলেছিলেন ৫৩ ম্যাচ, করেছিলেন ৮ গোল। ১৯৭৭ সালে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন এই লেপট ব্যাক।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।