৪ এপ্রিল, ২০২৫ | ২১ চৈত্র, ১৪৩১ | ৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

চাকরি হারালেন ষ্টিভ রোডস

 

সমঝোতায় এসে জাতীয় দলের হেড কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো স্টিভ রোডসকে। সময় সংবাদে জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। এরই মধ্যে শুরু হয়েছে নতুন কোচ খোঁজার প্রক্রিয়া। পরবর্তী বোর্ড সভায় আসতে পারে ঘোষণা। এদিকে চুক্তির মেয়াদ শেষ হওয়ায়, বিদায় নিতে হচ্ছে পেস বোলিং কোচ সুনীল জোশিকেও। তবে টিকে যাবার সম্ভাবনা আছে স্পিন কোচ সুনীল জোশির।

বিশ্বকাপে বাংলাদেশের ফলাফল নতুন করে ভাবতে, পরিকল্পনা সাজাতে বাধ্য করেছে বিসিবিকে। প্রথম পরিবর্তনটা যে কোচিং স্টাফেই আসবে, তা অনেকটা নিশ্চিতই ছিলো।
বিশ্বকাপ চলাকালীন হেড কোচ স্টিভ রোডসের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে গণমাধ্যমে। বেশ কিছু ম্যাচে পিচ নিয়ে তার পর্যবেক্ষণ, গেম প্ল্যানও ছিলো প্রশ্নবিদ্ধ। গণমাধ্যমে খবর আসে, চুক্তির মেয়াদ শেষ হবার ১ বছর আগেই বিদায় করে দেয়া হতে পারে তাকে। বিশ্বকাপ মিশন শেষে দল দেশে ফিরতেই আসলো ঘোষণা। দায়িত্ব নেয়ার এক বছরের মাথায়, সমঝোতার ভিত্তিতে বিদায় নিলেন রোডস।
জালাল ইউনুস বলেন, তিনি এখন থেকে আর বাংলাদেশের কোচ থাকছেন না। তার সঙ্গে সমঝোতায় এসে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাতীয় দলের পেস ও স্পিন বোলিং কোচের মেয়াদ ছিলো বিশ্বকাপ পর্যন্ত। ২০১৬ সালের আগস্ট থেকে দলের পেস ডিপার্টমেন্ট সামলানো ওয়ালশ, আর তার এক বছর পর পূর্ণ মেয়াদে যোগ দেন জোশি। তাদের সঙ্গে চুক্তি বাড়াতে অনাগ্রহী বিসিবি, এখন নতুন কোচের সন্ধানে। চলতি মাসের শেষে বোর্ড সভায় আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
তবে কোচ আগে দায়িত্ব পালন করেছে এমন কাউকে চাইছে না বিসিবি। সাকিব-মুশফিকদের জন্য নতুন কোচ খুঁজছে ক্রিকেট বোর্ড
এ মাসের শেষেই টাইগারদের শ্রীলঙ্কা সফর। নিরাপত্তার কারণে সংশয়ে থাকা সিরিজটা শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে। দেশটির দেয়া নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট হয়েই দল পাঠাতে রাজি হয়েছে বিসিবি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।