২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের স্মরণ সভা করলো রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার

গ্রাম সাংবাদিকতার শিক্ষক মোনাজাতউদ্দিনের ২১তম মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে স্মরণ সভা করলো তরুণ সংবাদকর্মীদের সংগঠন ‘রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র সদস্যরা।
কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি’র উদ্যোগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবে এ স্মরণ-সভা অনুষ্ঠিত হয়েছে।

রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র সভাপতি আরফাতুল মজিদের সভাপতিত্বে সহ-সভাপতি এইচ এম নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের স্মৃতিচারণ করেন ডেইলি অবজারভার, দৈনিক মানবকন্ঠের কক্সবাজার প্রতিনিধি ও দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার সম্পাদক এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ফরহাদ ইকবাল। তৃণমূল পর্যায়ে মোনাজাতউদ্দিনের সাংবাদিকতার বিষয়ে আলোকপাত করেন যমুনা টিভির ইমরুল কায়েস, একাত্তর টিভির কামরুল ইসলাম মিন্টু ও সময় টিভির সুজাউদ্দিন রুবেল। স্মরণ সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুল আজিম নিহাদ, শাহাদাত হোসাইন, শফিউল আলম, সাইফুল ইসলাম, সাইফুল আলম বাদশা, হেলাল উদ্দিন ও মো. রিপন।
উল্লেখ্য, দৈনিক আজাদে’র সংবাদদাতা, দৈনিক সংবাদে’র সাবেক উত্তরাঞ্চলীয় প্রতিনিধি এবং দৈনিক জনকন্ঠে’র ষ্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন মোনাজাতউদ্দিন। ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর ছবি তুলতে গিয়ে ফেরী থেকে পড়ে তার মৃত্যু হয়েছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।