২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

চার দিনেও খোঁজ মিলেনি মরিচ্যার ব্যবসায়ী জসিমের

বিশেষ প্রতিবেদক:

দীর্ঘ চার দিন অতিবাহিত হলেও খোঁজ মিলেনি উখিয়া উপজেলার মরিচ্যা বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিনের। যার ফলে তার পরিবার ও স্থানীয় ব্যবসায়ী মহলের মাঝে চরম আতংক দেখা দিয়েছে। গতকাল সোমবার বিকালে মরিচ্যা বাজারে ব্যবসায়ী জসিম উদ্দিনের দ্রুত সন্ধানের দাবী জানিয়ে মানববন্ধন করেছেন ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন হলদিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ আলম, হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইসলাম, বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক, ইজারাদার জাহাঙ্গীর আলম, মরিচ্যাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জহিরুল হক, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজির আহম্মদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এসময় বক্তারা ব্যবসায়ী জসিম উদ্দিনকে দ্রুত সন্ধানের দাবী জানান। এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এদিকে ইতিপূর্বে নিখোঁজ স্বামী জসিম উদ্দিনের সন্ধান পেতে উখিয়া থানা পুলিশ ও র‌্যাব-১৫ এর সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করেছেন দুই সন্তানের জননী জোসনা আকতার।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উখিয়া উপজেলা হলদিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম মরিচ্যা এলাকার বাসিন্দা ছলিম উল্লাহর ছেলে জসিম উদ্দিন (৩৫) মরিচ্যাবাজারস্থ নাঈমা এন্টারপ্রাইজ নামীয় ডিলার ব্যবসা পরিচালনা করে আসছে। ঘটনার দিন ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে সে মরিচ্যা বাজার এলাকা থেকে সে নিখোঁজ হয়।

এ ব্যাপারে নিখোঁজ জসিম উদ্দিনের স্ত্রী জোসনা আকতার কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীর সাথে কারো বিরোধ নেই। গত চার দিন নিখোঁজ স্বামীর সন্ধান পায়নি এখনো। আমার স্বামীকে অক্ষত অবস্থায় ফিরে পেতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চাই।

তিনি বলেন, ঘটনার দিন রাত ১১টার দিকে স্বামীর সাথে ফোনে কথা হলে কিছু বাজার নিয়ে আসার জন্য বলি। পরে রাত সাড়ে ১২টার দিকেও বাড়ী না ফেরায় পুনরায় মোবাইলে চেস্টা করলে তার ব্যবহৃত ০১৮৮১২২৫৩২২ ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। সারারাত না ফেরায় ভোর পৌনে ৫টার দিকে পরিবারের লোকজনসহ ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দেখি অফিস কক্ষে একটি তালা লাগানো ছিল। পাশে গোডাউনের শার্টারটি খোলা ছিল।

এ ব্যাপারে তার চাচা ও পার্শ্ববর্তী ব্যবসায়ী মৃত হাবিব উল্লাহর ছেলে শামশুল আলম বলেন, সে অনেক কষ্ট করে তার ব্যবসা পরিচালনা করে আসছে। কোম্পানী গুলোর সাথেও তার লেনদেন ভালো ভাবে চলছে। ঘটনার দিন রাত ১০টার দিকে তার আমার শেষ কথা হয়। কখন, কিভাবে সে নিখোঁজ হয়েছে সে ব্যাপারে কিছু জানিনা। পরেরদিন শুনেছি।

হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, যতটুকু জেনেছি নিখোঁজ ব্যবসায়ী জসিম উদ্দিন একজন শান্ত প্রকৃতির লোক। তার সাথে কারো কোন ধরণের বিরোধ নেই। নিখোঁজের পরিবারকে আইনী সহযোগতা নেওয়ার পরামর্শ দিয়েছি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ বলেন, বিষয়টি জেনেছি। পুলিশ নিখোঁজ ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।