২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

চার ম্যাচ নিষিদ্ধ মেসি

বিশ্বকাপ বাছাই পর্বে এমনিতেই অস্বস্তিতে আর্জেন্টিনা। গতকাল বলিভিয়ার বিপক্ষে একাদশে সাতটি বদল অবধারিত। এর মধ্যে বিনা মেঘে বজ্রপাত হয়ে এলো দুঃসংবাদটা। গতকাল ফিফা চার ম্যাচ নিষিদ্ধ করেছে আর্জেন্টাইন অধিনায়ককে। তাই বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বাকি থাকা পাঁচ ম্যাচের চারটিই খেলতে পারবেন না মেসি। অভিষেক ম্যাচে লাল কার্ড পাওয়া মেসি আন্তর্জাতিক ফুটবলে শৃঙ্খলাজনিত কারণে এত বড় শাস্তি পেলেন এবারই প্রথম। সেটাও কিনা বাছাই পর্বে আর্জেন্টিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে!

ঘটনাটি চিলির বিপক্ষে সর্বশেষ ম্যাচের। রেফারি এই আর্জেন্টাইনের বিপক্ষে ফাউলের বাঁশি বাজালে কাছে থাকা লাইনসম্যান মার্সেলো ভানগাসের প্রতি নাকি অশ্রাব্য গালাগাল করেন মেসি। শেষ বাঁশির পর তাঁর সঙ্গে হাতও মেলাননি। ঘটনাটি অবশ্য ব্রাজিলিয়ান রেফারি সান্দ্রো রিচ্চির নজর এড়িয়ে যায়। অফিশিয়ালদের প্রথম ম্যাচ রিপোর্টেও তা অন্তর্ভুক্ত ছিল না। পরে সেটি যোগ করে পাঠানো হয় লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমোবলে। ফিফাও এ বিষয়ে চিঠি পাঠিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ)। তদন্তে মেসি দোষী প্রমাণিত হওয়ায় গতকাল চার ম্যাচের নিষিদ্ধ করা হয় মেসিকে। ফলে বাংলাদেশ সময় কাল রাতে হয়ে যাওয়া বলিভিয়ার বিপক্ষে ম্যাচ ছাড়াও উরুগুয়ে, ভেনেজুয়েলা ও পেরুর বিপক্ষে ম্যাচে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে ছাড়া খেলতে হবে আর্জেন্টিনাকে।

গতকালের ম্যাচের আগে বাছাই পর্বে ৩ নম্বরে ছিল আর্জেন্টিনা। মেসিকে ছাড়া তারা সেরা চারে থেকে সরাসরি বিশ্বকাপ খেলতে পারে কি না, সেটাই দেখার। মেসির নিষেধাজ্ঞা শেষ হতে হতে হতে যে আর মাত্র একটি ম্যাচ বাকি থাকবে দুইবারের বিশ্বকাপ বিজয়ীদের! ফিফা

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।