২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চিরিংগা হাইওয়ে থানা উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত

নিজস্ব প্রতিবেদক:

সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ। প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ পালিত হয়েছে। এই উপলক্ষে গতকাল শনিবার (২৮ অক্টোবর) কক্সবাজারের চিরিংগা হাইওয়ে থানা পুলিশের আয়োজনে অনুষ্টিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে বানিয়ারছড়াস্থ চিরিংগা হাইওয়ে পুলিশ স্টেশনে এই আয়োজন করা হয়।


চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভুঁইয়ার সভাপতিত্বে র‌্যালী পরবর্তী আলোচনা অনুষ্টিত হয়।
র‌্যালীটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে চিরিংগা হাইওয়ে থানায় গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় মিলিত হন।

চিরিংগা হাইওয়ে থানার অপারেশর অফিসার উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্রের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, চিরিংগা হাইওয়ে থানার কমিউনিটি পুলিশের সভাপতি মো.বেলাল উদ্দিন,আরকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জহির আহমদ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ন-সম্পাদক কামাল আজাদ, রিপোর্টাস ইউনিটি চকরিয়া শাখার সভাপতি মুকুল কান্তি দাশ, আনন্দ টিভির দক্ষিণ জেলা প্রতিনিধি মো.সেলিম উদ্দিন, পেকুয়া-মগনামা শমিক সংঘটনের সম্পাদক মো.আবু মুসা, লামা-আলীকদম শ্রমিক সংঘটনের সম্পাদক মো.রফিক উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মো.আলমগীর প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।