৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১ | ৪ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সফলতা, ইয়াবাসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়নের কক্সবাজারের চকরিয়া চিরিংগা হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার- চট্রগ্রাম মহাসড়কের চকরিয়া কলেজ গেইট যাত্রীছাউনীর সামনে থেকে ‘এ লাইন’ গাড়ি তল্লাসী চালিয়ে তাকে গ্রেফতার করেন। অভিযানে নেতৃত্বদানকারী চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, এসআই (নিঃ) খোকন কান্তি রুদ্র তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত বলেন, তার নেতৃত্বে এএসআই (নিঃ) লিটন সরকার সহ সংঙ্গীয় একদল পুলিশ চকরিয়া  থানাধীন লক্ষ্যারচর ইউপিস্থ চকরিয়া কলেজ গেইট যাত্রীছাউনীর সামনে চট্টগ্রামগামী কক্সবাজার -চট্টগ্রাম  মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে ‘এ লাইন’ বাস এ অভিযান চালায়। ওই সময় চট্রগ্রামের পটিয়ে পৌরসভার দক্ষিণ গৌবিন্দেরখীল এলাকার মৃত লুৎফর  রহমানের ছেলে মো. আবদুর রশীদ (২৮) কে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাসী চালিয়ে পরিহিত প্যান্টের ডান পকেটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৮ টি নীল রঙের প্যাকেটে ১৫২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৪,৫৮,৪০০ টাকা।
চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, এসআই (নিঃ) খোকন কান্তি রুদ্র বলেন, চিরিঙ্গা হাইওয়ে পুলিশ বরাবরই গাড়ির ব্যবস্থাপনা, অবৈধ গাড়ির রাস্তায় চলাচলের উপর কঠোর নজরদারি করে যাচ্ছে। সাথে ইয়াবা ও চোরাচালান প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে অভিনব কায়দার পাচারকালে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়।
হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।