২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

চোরাচালান ও পাচাররোধে ঐক্যমত

bgp-bjb2
সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ১৫০ বাংলাদেশিকে ফেরতের পর দুই দেশের স্বার্থ সংশি¬ষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পতাকা বৈঠক করেছে বিজিবি-বিজিপি।
রোববার সকাল ১০ টায় কক্সবাজার শহরের কলাতলীর হোটেল ওশান প্যারাডাইজে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ পূর্ব রিজিয়ন ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) মংডু কমান্ডিং অফিস পর্যায়ে বৈঠক শুরু হয়। চলে বিকেল ৫ টা পর্যন্ত।
বৈঠকে নাফনদীসহ বাংলাদেশ-মায়ানমার সীমান্ত দিয়ে ইয়াবাসহ সব ধরণের মাদক ও মানবপাচার রোধে দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনী ঐক্যমত পোষণ করেন।
এতে বিজিবি প্রতিনিধি দলের ২৩ সদস্যের নেতৃত্ব দেন বিজিবি’র দক্ষিণ পূর্ব রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক মো. হাবিবুল করিম। অপরদিকে, মিয়ানমার বিজিপি ১৭ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বর্ডার গার্ড পুলিশ মিয়ানমারের রিজিয়ন কমান্ডার পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল থিন কো কো।
বৈঠকে বিজিবি প্রতিনিধি দলে বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার এস এম ওয়ালিউর রহমান, বর্ডার সিকিউরিটি ব্যুরো এর উপমহাপরিচালক সেলিম মাহমুদ চৌধুরী, কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান, কক্সবাজার ও বান্দরবান সেক্টরসহ অধীনস্থ ব্যাটালিয়ন অধিনায়ক ও স্টাফ অফিসারা উপস্থিত ছিলেন।
মিয়ানমার প্রতিনিধি দলের মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেল, দুই জন লে. কর্নেল, দুই জন ডেপুটি ডাইরেক্টর, একজন গ্রেড-২ অফিসার, চারজন স্টাফ অফিসার, তিনজন জুনিয়র ইমিগ্রেশন অ্যাসিসটেন্ট এবং চার জন অন্যান্য পদ মর্যাদার সদস্য উপস্থিত ছিলেন।
বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খালেকুজ্জামান জানান, পতাকা বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন সমস্যা ও স্বার্থ সংশি¬ষ্ট বিষয় মাদক, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, সীমান্তের নিকটবর্তী স্থানে গুলিবর্ষণ ও নাফ নদীর কিনারায় বাঁধ নির্মাণ বিষয়ে আলোচনা হয়।
প্রসঙ্গত, গত ২১ মে মিয়ানমারের জলসীমায় ভাসমান অবস্থায় ২০৮ জন অভিবাসীকে উদ্ধার করে মিয়ানমারের নৌবাহিনী। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে ১৫০ জনকে বাংলাদেশি নাগরিক বলে সনাক্ত করা হয়। পরে কূটনৈতিক প্রক্রিয়া শেষে ৮ জুন সোমবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে ঢেকুবনিয়ায় এক পতাকা বৈঠকের মাধ্যমে ওই অভিবাসীদের বিজিবি’র কাছে হস্তান্তর করে মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগ। এ হস্তান্তরের পর দুই দেশের স্বার্থ সংশি¬ষ্ট বিষয়ে এটাই প্রথম বিজিবি-বিজিপির বৈঠক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।