২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চ্যাম্পিয়ন লীগের প্রথম খেলায় মাতালেন উসাই মং

received_1817867308471502
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগের দ্বিতীয় দিনের খেলায় চট্টগ্রাম মোহামেডান বনাম অগ্রণী ব্যাংক লি: এর মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। কমলাপুর স্টেডিয়ামে সোমবার বিকাল ৩টায় অনুষ্ঠিত ম্যাচে মোহামেডানের পক্ষে একমাত্র গোলটি করেছে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির উদীয়মান ফুটবলার উসাই মং মার্মা ছোট।
এদিকে প্রথম খেলায় উসাই মং এর সাফল্যে তাঁর এলাকায় বইছে আনন্দের বন্যা। তাঁর সর্তীতসহ শুভানুধ্যায়ীরা আগামীতে উসাই মংয়ের সফলতায় দোয়া কামনা করেছেন। উসাই মং মার্মা এ প্রতিবেদককে বলেন- মানুষের ভালবাসা আর দোয়ায় আমি বহু দূর এগুতে চাই। এর আগে মাঠে তাঁর পারফমেন্স বিবেচনা করে চট্টগ্রাম মোহামেডানের হয়ে খেলার ডাক পান নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের ধুংরী হেডম্যান পাড়ার মংওয়াই মার্মার ছেলে উসাই মং ছোট।
উসাই মংয়ের পাশাপাশি নাইক্ষ্যংছড়ির মানুষ এখন স্বপ্ন দেখছেন। “উসাই মং” জাতীয় ফুটবল দলে সুযোগ পেলে আলো ছড়াবে এমনটি আশা তাঁর গ্রামের মানুষের।
উসাই মংয়ের ফুটবল গুরু সাবেক ফুটবলার জ্যেতির্ময় বড়–য়া মঙ্গল বলেন- ‘উসাই মং একজন প্রতিভাবান ফুটবলার’। তার স্কিল, ড্রিবলিং এবং পজিসন সেন্স খুুবই ভাল। সবচেয়ে বড় কথা গোল করার যে স্পৃহা বা জিদ তার কাছে সেটা অনেক বেশী। এটাই তাকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের বর্তমান ফুটবলের প্রেক্ষাপটে একজন ভাল গোলদাতার খুুবই অভাব। তার সেই গোলদাতা হিসেবে উসাই মংকে স্বপ্ন দেখছেন তিনি নিজেও।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।