২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা   ●  রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক চোরা চালানের গডফাদার ফরিদ ফের সক্রিয়

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন মহেশখালী এমপি আশেক

আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। এ স্লোগান আমরা পরিপুর্ণ ভাবে বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ ্একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনই দেশ বিরোধী একটি চক্র নানা অপ-তৎপরতায় লিপ্ত রয়েছে।

ওই চক্রের নেতৃত্বে পরিচালিত জঙ্গিবাদ ও সন্ত্রাস দেশের শিক্ষার প্রসারে প্রধান অন্তরায় হয়ে দাড়িয়েছে। তাই অভিভাবকদের আরো সচেতন হতে হবে একই সাথে ছেলে মেয়েদের খবর রাখতে হবে তারা ঠিকমত লেখা পড়া করছে কিনা। বর্তমানে একটি চক্র মেধাবীদেরকেই টার্গেট করে জঙ্গীবাদী তৎপরতা চালাচ্ছে। আপনারা এ ব্যাপারে প্রয়োজনে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগীতা করুন।

তিনি আরো বলেন, আর্ন্তজাতিকভাবে সকল সফলতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এসেছে। ২১ ফেব্রুয়ারিকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি এনে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মার্চ মাসকে স্বাধীনতার মাস উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী গনহত্যা চালিয়েছিল। তাই ওই দিনকে গনহত্যা দিবস হিসাবে স্বীকৃতি আদায় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎপরতা শুরু করেছেন। ইতোমধ্যে জাতীয় সংসদে এ ব্যাপারে একটি প্রস্তাব পাশ হয়েছে।

তিনি শহীদ মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ট সন্তান দাবী করে তিনি বলেন, শহীদের রক্তের বিনময়ে আজকে একটি স্বাধীন দেশ আমরা পেয়েছি। বর্তমান প্রজন্ম থেকেও জাতি জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত একটি দেশ উপহার চায়।

তিনি ২৩ মার্চ মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্টানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল করিম’র এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খালেদ মোরশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্টানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ।

বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল করিম, মহেশখালী ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ জসিম উদ্দিন, আলমগীর ফরিদ টেকনিক্যাল কলেজ এর অধ্যক্ষ মুজিবুর রহমান খোকা, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ জাকরিয়া, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সাবেক মেম্বার মফিজুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল করিম।

এসময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম সাকিব, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এখলাচুর রহমান, মোহাম্মদ হোছন সাবেক মেম্বার, আবদুল গফুর মেম্বার, জিল্লুর রহমান মিন্টু মেম্বার, মাতারবাড়ি আওয়ামী লীগ নেতা মাহবুব মোরশেদ, আওয়ামী লীগ নেতা রিদুওয়ান রাসেল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশহাদ উল্লাহ সায়েম, মহেশখালী উপজেলা ছাত্রলীগের আহবায়ক ওয়াজেদ আলী মুরাদ, যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রলীগ নেতা হালিমুর রশিদ, জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক কাইছার সরওয়ার ছিদ্দিকী সোহেল, বড় মহেশখালী ছাত্রলীগের সভাপতি রাহমত উল্লাহ, সাহেল মোহাম্মদ আশেক, নজরুল ইসলাম ও বড় মহেশখালী ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন খান বাদল শিমুল।

বিকাল ৩টায় শাপলা উচ্চ বিদ্যালয় মাঠে সিপিপি আয়োজিত জন সচেতনতা মুলক ঘুর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি মহড়ায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আশেক উল্লাহ রফিক এমপি।

এতে বিশেষ অতিথি ছিলেন মহেশখালীর সহকারি কমিশনার(ভুমি) বিভিষণ কান্তি দাশ, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম সাকিব, সিপিপি’র কক্সবাজারে উপ-ব্যবস্থাপক হাফিজ আহমদ।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, শাপলাপুর আওয়ামী লীগের সভাপতি ডাঃ ওসমান সরওয়ার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও সহ-সভাপতি সাইদুল ইসলাম মেম্বার। সন্ধ্যা ৬টায় তিনি মাতারবাড়ির প্রবীণ আওয়ামী লীগ নেতা গতকাল প্রয়াত আলী আহমদকে উত্তর রাজঘাটের বাড়িতে দেখতে যান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।